সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: করোনা সংক্রমণরোধে দূরপাল্লার বাস, ট্রেন, লঞ্চ চলাচল বন্ধ। তারপরেও বিকল্প উপায়ে নাড়ির টানে ছুটছে মানুষ। বৃষ্টি-মহামারিকে উপেক্ষা করেই যেন বাড়ি ফেরার যুদ্ধে নেমেছেন রাজধানী থেকে সাধারণ মানুষ। সাত সকাল থেকে শুরু করে দিন শেষ করে সন্ধ্যায়ও পথে-ঘাটে জনস্রোত। কেউ পায়ে হেঁটে, কেউবা রিকশায়, মোটরসাইকেল, ভ্যান, পিকাপে করে ঘাটে পৌঁছানোর চেষ্টা করছেন। পথে পথে চেকপোস্ট, ব্যারিকেড দিয়েও ঠেকানো যাচ্ছে না তাদের। ঘাটে ফেরি ভিড়লেই ওঠার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন নানা বয়সীরা। শুধু নদীর ঘাট নয় ঈদযাত্রায় মহাসড়কগুলোতেও মানুষের ভিড়। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া, ঢাকা-সিলেট, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা- আরিচা, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার বাস বাদে ছুটছে সব ধরনের যান। যেগুলোতে গাদাগাদি করে চলছে শুধু মানুষ আর মানুষ। কোনো বাধাই যেন তাদের বাড়ি ফেরা ঠেকাতে পারেনি।
Leave a Reply