সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের সড়ক অবরোধ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ কলিম উদ্দিন মিলনের সুস্হতা কামনায় জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল  শহীদ হাফিজুর রহমান হাফিজের স্বরণে জগন্নাথপুর উপজেলা যুবদলের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ শান্তিগঞ্জে ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলে সহ ৩জনের মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-ছেলে সহ ৩জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে একদিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের কাঁচা রবি দাসের স্ত্রী চানমতি রবি দাস (৪৫), তার ছেলে অরুন রবি দাস (১১) ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের এরালিয়া মোহাম্মদপুর গ্রামের ময়না মিয়া (৬৫)।
স্থানীয় সুত্র জানায়, উপজেলার কুবাজপুর গ্রামে শনিবার রাতে বিদ্যুতের সার্ভিস লাইনের তার একটি ডুবার পানিতে ছিঁড়ে পড়ে।  রোববার সকালে কাঁচা রবি দাসের ছেলে অরুন রবি দাস জাল নিয়ে বাড়ীর পাশের ওই ডুবায় মাছ ধরতে যায়। এসময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দিলে বাড়ীর সামনে থাকা তার মা চানমতি দাস ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষনা করেন
এদিকে উপজেলার এরালিয়া মোহাম্মদপুর গ্রামে বসতঘরের বিদ্যুতের সুইচবোর্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ময়না মিয়া (৭০) নামের এক বৃদ্ধ আজ মারা গেছেন।
উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ নাজমুল সাদাত জানান, বিদ্যুৎস্পৃষ্ট ৩জন হাসপাতালে আসার পূর্বে মারা গেছেন।
জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী  সোমবার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই ময়না মিয়ার লাশ দাফন করা হয়েছে। অন্যদের ব্যাপারে আমাদের কে কিছু জানানো হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com