সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: ফ্রান্সে সড়ক দুর্ঘটনায় নিহত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের মোশাহিদ আলীর (২৫) দাফন সম্পন্ন হয়েছে।
রোববার (১৩ জুন)রাত ৯টায় কবিরপুর গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এরআগে মোশাহিদের লাশ গ্রামের বাড়িতে এসে পৌঁছলে সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ ঘটে।
২০১৩ সালে উচ্চশিক্ষার জন্য মোশাহিদ আলী ওরফে আলী মোহাম্মদ যুক্তরাজ্যে যান। সেখানে একবছর থাকার পর ফ্রান্স চলে যান মোশাহিদ।
ফ্রাান্সের লিল শহরে বসবাস করে আসছিলেন তিনি। গত ২৮ মে বাংলাদেশ সময় রাত ৩টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে লিল শহরে চলন্ত বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মোশাহিদ আলী মারা যান।
Leave a Reply