জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়,করোনা ভাইরাস মহামারীর শুরু থেকে ডাক্তার সায়েখুল ইসলাম জনসাধারণ কে চিকিৎসা প্রদান করে আসছেন। গত ৪ জুলাই তাঁর করোনাভাইরাস উপসর্গ দেখা দিলে তিনি নমুনা দেন।পরে ৫ জুলাই তাঁর করোনা পজিটিভ সনাক্ত হয়। বুধবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়।
আক্রান্ত সায়খুল ইসলামের বাবা জিয়াউল হক জানান,করোনা পজিটিভ সনাক্ত হওয়ার পর হঠাৎ করে শারীরিক অবস্থার কিছু টা অবনতি হলে তাকে শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে রয়েছে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর আবাসিক চিকিৎসক সায়েখুল ইসলাম করোনাকালে জনসাধারণ কে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন।
মানবতাবাদী ডাক্তার হিসাবে পরিচিত সায়েখুল ইসলামের গ্রামের বাড়ী জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের তেঘরিয়া গ্রামে।
এদিকে বৃহস্পতিবার রাত থেকে ডাক্তার সায়েখুল ইসলামের শারীরিক অবস্থা উন্নতির দিকে যাচ্ছে।
এ প্রতিবেদকের সাথে আলাপ
কালে ডাক্তার সায়েখুল ইসলাম মহান আল্লাহ পাক তাকে যেন পরিপূর্ণ সুস্হতা দান করেন এ জন্য সকলের নিকট দুয়া কামনা করেছেন।
Leave a Reply