বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অটোরিক্সা চালক সুজিত হত্যাকাণ্ডঃ অটোরিকশা ও চাকুসহ গ্রেফতার- ৩ জাতীয় প্রেস ক্লাবের ৩৭ সাংবাদিকের সদস্যপদ স্থগিত জগন্নাথপুরে সংর্ঘষে সুজাত উল্যাহ হত্যা ৮০ জনকে আসামী করে হত্যা মামলা জগন্নাথপুরে সুজিত হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল জগন্নাথপুরে উৎসাহ উদ্দিপনায় শেষ হলো আল ইসলাহ’র কাউন্সিল জগন্নাথপুর পৌর আল ইসলাহর ২০২৪ এর কাউন্সিল সম্পন্ন জগন্নাথপুরে অটোরিক্সা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার যান চলাচল বন্ধ; জগন্নাথপুরের মহাসড়কে আবারও সেই সেতুর পাটাতন ভেঙে আটকে গেলো ট্রাক সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

দূষণমুক্ত পরিবেশ রক্ষায় বায়োটেকনোলজি

দূষণমুক্ত পরিবেশ রক্ষায় বায়োটেকনোলজি

সাম্প্রতিক সময়ে অর্থনৈতিক, জনসাধারণ এবং উন্নয়নের জন্য টেকসই এবং পরিবেশবান্ধব পরিবেশগত প্রক্রিয়াগুলোর ব্যবহার ও চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে যেসব প্রযুক্তির ব্যবহার উন্নয়নের মাত্রাকে বৃদ্ধি করছে জৈবপ্রযুক্তি এর মধ্যে অন্যতম। জৈবপ্রযুক্তি এমন একটি প্রযুক্তি যা বিভিন্ন পণ্য বিকাশ বা তৈরি করতে জৈবিক প্রক্রিয়া, জীবজন্তু বা এর কিছু অংশ ব্যবহার করে। অপরদিকে পরিবেশগত জৈবপ্রযুক্তি (এনভায়রনমেন্টাল বায়োটেকনোলজি) হলো জৈবপ্রযুক্তি যা প্রাকৃতিক পরিবেশের ওপর প্রয়োগ করতে ব্যবহৃত হয় এবং পরিবেশগত জৈবপ্রযুক্তির দ্বারা বোঝা যায় যে কেউ বাণিজ্যিক ব্যবহার এবং শোষণের জন্য জৈবিক প্রক্রিয়াটি ব্যবহার করার চেষ্টা করে। পরিবেশগত জৈবপ্রযুক্তি আরও সংজ্ঞায়িত করে যে, দূষিত পরিবেশের (ভূমি, বায়ু, জল) প্রতিকারের জন্য জৈবিক প্রক্রিয়ার বিকাশ, ব্যবহার এবং নিয়ন্ত্রণকরণ এবং পরিবেশবান্ধব প্রক্রিয়াগুলোর জন্য (সবুজ উৎপাদন প্রযুক্তি এবং টেকসই উন্নয়ন)। পরিবেশগত জৈবপ্রযুক্তি উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক এবং শেওলার মাধ্যমে প্রকৃতির সর্বাধিক ব্যবহার হিসাবে বর্ণনা করা যেতে পারে। তাছাড়া জৈবপ্রযুক্তি দূষিত পানি, বায়ু এবং কঠিন বর্জ্য প্রবাহের পর্যবেক্ষণ, মূল্যায়ন, মডেলিং এবং চিকিৎসা সম্পর্কিত সমস্যাগুলো কার্যকরভাবে মোকাবিলার জন্য কাজে লাগানো যায়। পরিবেশ দূষণকারী উৎস শনাক্ত এবং জৈবিক ভিত্তিক পদ্ধতিগুলো ব্যবহার করে প্রক্রিয়া মডেলিং ক্রমবর্ধমান গুরুত্ব¡পূর্ণ হয়ে উঠছে, মূলত এই জাতীয় কৌশলগুলোর যথার্থতার কারণে। আজকাল উপলব্ধ বিভিন্ন জৈবপ্রযুক্তি এইভাবে সুপ্রতিষ্ঠিত প্রযুক্তিগুলোর মতো বর্জ্য পানি, বায়ু এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য বিভিন্ন জৈবিক প্রক্রিয়াগুলোর টেকসই ব্যবহারের কাজ করছে।

উন্নয়নশীল দেশগুলোতে পানি, বায়ু এবং মাটি দূষণ দ্রুত শিল্পায়ন ও নগরায়ণের কারণে স্থায়ী পরিবেশগত দ্রুত শিল্প প্রবৃদ্ধির ফলে জলাশয়ে বিষাক্ত রাসায়নিক এবং ভারী ধাতুর উচ্চতর নির্গমন ঘটে। জলাশয়গুলোতে সঞ্চারিত একটি নির্দিষ্ট দূষণকারী মাত্রা আশেপাশের শিল্পকারখানার ওপর নির্ভর করে। টেক্সটাইল, মাইনিং, ট্যানারি, মেটাল প্যাটিং, সার এবং কৃষি শিল্প, ব্যাটারি, কীটনাশক, আকরিক শোধনাগার, পেট্রোকেমিক্যালস এবং কাগজ উৎপাদন প্রভৃতি শিল্পগুলো মাটি, বায়ু এবং জলের দূষণজনিত সমস্যায় ব্যাপক অবদান রাখে। কিছু রাসায়নিক বায়োডেগ্রেটেবল হয় না তাই মাটি, বায়ু এবং জলের মধ্যে জমে এবং খাবার শৃঙ্খলেও সমস্যা সৃষ্টি করে থাকে। এর ফলস্বরূপ মানুষের স্বাস্থ্যের সমস্যা এবং জলজ জীবের মৃত্যু ঘটে। জলাশয়ে নাইট্রোজেন এবং ফসফরাসের উপস্থিতি জলজ ব্যবস্থায় বায়োমাসের উৎপাদন বৃদ্ধি করে, যার ফলে পানির গুণগতমান হ্রাস পায় এবং এই বাস্তুতন্ত্রগুলোর প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ে। যদিও অনেক দেশে বর্জ্য জল থেকে নাইট্রোজেন এবং ফসফরাস গ্রাবের মান নির্ধারণ করে। শিল্পকারখানা প্রায়ই এই প্রয়োজনীয়তা পূরণে সমস্যার মুখোমুখি হয়। একটি নির্দিষ্ট দেশের নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে সর্বশেষ নির্গমনের মান মেনে চলার জন্য বিদ্যমান বর্জ্য জল ব্যবস্থাপনা জৈব প্রযুক্তিগুলোকে নতুনভাবে বিকাশ বা সহজ করা প্রয়োজন।
ভারী ধাতু এবং কীটনাশক জাতীয় পরিবেশ দূষণকারীরা সাধারণত অ্যাসিড খনি বা অন্যান্য শিল্প এবং কৃষিজাতীয় জলস্রোতে থেকে নির্গত পানিতে উপস্থিত থাকে। এই বিষাক্ত দূষকগুলো জীবগুলোতে জমে এবং কার্সিনোজেনসিটি ও তীব্র বিষাক্ততার মতো বিরূপ প্রভাব তৈরি করতে পারে। সক্রিয় ব্যাকটেরিয়া / ছত্রাক/মিশ্রিত মাইক্রোবিয়াল ব্যবহার করে এমন জৈবিক প্রক্রিয়া সম্পূর্ণ খনিজায়ন করা যায় এবং এই দূষকগুলো ও তাদের বিষাক্ত উপজাতগুলো অপসারণ করা সম্ভব। ভারী ধাতু, দূষিত বর্জ্য জলের ক্ষেত্রে বায়োসোরপশন একটি প্রতিশ্রুতিবদ্ধ স্বল্প ব্যয়ের পদ্ধতি হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং যেখানে জৈবিক অনুঘটকগুলো জলীয় দ্রবণগুলো থেকে ভারী ধাতবগুলো সরিয়ে এবং পুনরুদ্ধারে নিযুক্ত করা হয়। এটি একটি সুপরিচিত সত্য যে বিভিন্ন উৎস থেকে নর্দমার জলের নগর নদী বা স্রোতে নির্গত হয়। প্রচলিতভাবে জলাশয়ের জলের গুণমান নির্ধারণের জন্য জলের গুণমানের সূচক পদ্ধতির অন্যতম সেরা সরঞ্জাম সাম্প্রতিক গবেষণাগুলো নগর জলাশয়ের পুনর্বাসনের জন্য এবং তাদের মান উন্নত করার জন্য উদ্ভাবনী এবং উদ্ভাবনী সমাধানের প্রস্তাব করেছে। ব্যাকটেরিয়াল প্রযুক্তি (বিটি) হ্রদ, নদী এবং প্রবাহের মতো নগরায়িত জলাশয়গুলোকে পুনর্বাসিত করতে পারে। বিটি যেসব সুবিধাগুলো সরবরাহ করে; জনস্বাস্থ্যের জন্য টেকসই এবং নির্ভরযোগ্য, স্বল্প রক্ষণাবেক্ষণ, ন্যূনতম পরিচালন ব্যয় এবং অপারেশনের যে কোনো স্তরে পুনঃব্যবহারযোগ্য।

গ্রীন হাউজ বা সবুজ ঘর-এর সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত। আমাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিজ্ঞানী ও প্রযুক্তিবিদরা অনেক প্রযুক্তি উদ্ভাবন করেছেন। শীত প্রধান দেশে গাছপালাকে ঠাণ্ডার হাত থেকে বাঁচানোর জন্য কাচের ঘরে গাছ লাগানোর পদ্ধতি বা গ্রীন হাউজ তারই একটি। কিন্তু মানুষ ক্রমে এই পৃথিবীটাকেও একটু একটু করে গ্রীন হাউজে পরিণত করে ফেলেছে। শিল্পকারখানার কালো ধোঁয়া, জীবাশ্ম জ্বালানি (কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি) ব্যবহারে বায়ুম-লে বাড়ছে কার্বন ডাই-অক্সাইডসহ অন্যান্য বিষাক্ত গ্যাসের পরিমাণ।

জৈবপ্রযুক্তি বিশ্বব্যাপী কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য দুর্দান্ত সুযোগ তৈরি করছে এবং কীটনাশক সারের মতো কৃষি রাসায়নিকগুলোর হ্রাস ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে। বায়োটেকনোলজি সুন্দর পরিবেশ অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ও পরিবেশবান্ধব ফসল যেমন পোকামাকড় প্রতিরোধী, ভেষজনাশক সহনশীল প্রজাতি ব্যবহার করে টেকসই উন্নয়ন করছে। এমন ফসল উৎপাদন করছে যা নাইট্রোজেন ঠিক করতে পারে এবং পরিবেশকে পরিশোধিত করে। বৈশ্বিক খাদ্যের চাহিদা বাড়ছে অপরদিকে বিদ্যমান জমি ও কৃষি ক্ষেত্রের মধ্যে উৎপাদন এবং আধুনিক উদ্ভিদ প্রজনন পদ্ধতির ব্যবহার উন্নত হয়েছে যা মাটির কাঠামো, জৈব পদার্থ এবং উর্বরতা উন্নত করতে লেবু গাছের মতো ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সক্ষম। এগুলো জৈবিক উৎস সংরক্ষণ এবং মাটি ক্ষয় রোধ করতেও ভূমিকা রাখে। পশুর কিছু উপকারী প্রভাব পরিবেশের উৎপাদন বৃদ্ধিতে আলোচিত হয়েছে।

প্রযুক্তির বিপ্লবে আমাদের জীবনধারা পাল্টে যাচ্ছে প্রতিনিয়ত। এই প্রযুক্তির একটি বিরাট অংশ জুড়ে আছে রাসায়নিক প্রযুক্তি। বিভিন্ন ধরনের রাসায়নিক প্রযুক্তির উপরে ভিত্তি করেই গড়ে উঠছে বিভিন্ন ধরনের শিল্পকারখানা। এসব শিল্পকারখানায় তৈরি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

পরিবেশ দূষণ পৃথিবীর সব দেশেরই একটি অভিন্ন সমস্যা। দূষণ রোধে বিভিন্ন ধরনের সম্মেলন, সেমিনার, চুক্তি হচ্ছে। বিজ্ঞানীরা পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের কথা বলছেন। কিন্তু পরিবেশ দূষণের ফলে আমাদের ভবিষ্যতটাও ক্রমশ হয়ে উঠছে অনিশ্চিত। এই অনিশ্চয়তার জন্য ধনী দেশগুলো বেশি দায়ী। তবে এই পরিবেশ দূষণের নেতিবাচক প্রভাব থেকে কোনো দেশেরই মুক্তি নেই। এই পৃথিবীতে আমাদের টিকে থাকতে হলে পরিবেশের ভারসাম্য রক্ষা করাটা জরুরি। আর তা না পারলে পৃথিবী থেকে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়াটাও অসম্ভব কিছু নয়।

মাহমুদ কামাল এনামুল হক : শিক্ষার্থী, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com