নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে।
রোববার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অনুপম দাস অনুপের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়
প্রমুখ।
পরে বঙ্গবন্ধু’র শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার ১৮ জন বিজয়ী শিল্পীদের ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার ১২ জন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পরিষদ এলাকায় বৃক্ষ রোপন করা হয়।
Leave a Reply