সানোয়ার হাসান সুনু :: জগন্নাথপুরে আসন্ন ইউপি নির্বাচণে নানা শংকা ও আতংকের মধ্যে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী দের মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে ।
বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪০ মেম্বার ২৪০ মহিলা মেম্বার ৮৯ প্রার্থী উপজেলার সংশ্লিষ্ট কর্মকতার কাছে মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থী দের অধিকাংশই স্হানীয় আওয়ামীলীগের নেতাকর্মী । এখানে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী । সাধারন ভোটারদের মধ্যে আসন্ন নির্বাচন নিয়ে তেমন আগ্রহ পরিলক্ষিত হয়নি। অনেকেই নানা শংকা ও আতংকের কথা বলেছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান যুগান্তর কে জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে প্রার্থী দের মনোনয়ন পত্র গ্রহন করা হয়। মনোনয়ন যারা দাখিল করেছেন তারা হলেন কলকলিয়া ইউনিয়ন চেয়ারম্যান পদে ৩ জন আলাল হোসেন (আলীগ) বিদ্রোহী আব্দুস সুবহান, রফিক মিয়া (স্বতন্ত্র)
পাঠলী ইউপি, চেয়ারম্যান ৬ আঙুর মিয়া আলীগ, সিরাজুল ইসলাম বিদ্রোহী,আব্দুল হাই, এনামুল হক,তারিক আহমদ,আব্দুস সালাম স্বতন্ত্র
ছিলাউরা হলদিপুর ইউপি,চেয়ারম্যান ৬ আব্দুল গফুর আলীগ, আরশ মিয়া, শহিদুল ইসলাম, আব্দুল মমিন, ইলিয়াস মিয়া,আব্দুস শহিদ বিদ্রোহী, মুজিবুর রহমান স্বতন্ত্র।
রানীগঞ্জ ইউপি, চেয়ারম্যান ৬ ছদরুল ইসলাম আলীগ, মজলুল হক,আব্দুস সালিক, আমান উল্লাহ, সিরাজুল হক,শহিদুল ইসলাম বিদ্রোহী
সৈয়দ পুর-শাহাড়পাড়া চেয়ারম্যান ৬ আবুল হাসান আলীগ, মুকিতুর রহমান,আজহারুল ইসলাম,সৈয়দ আসাদ,মকসুদ কামালি, তানভীর আহমদ,আব্দুল হক বিদ্রোহী।
আষাঢ় কান্দি চেয়ারম্যান ৯ আব্দুস সাত্তার আলীগ, আবু বক্কর,আয়ূবখান, আব্দুর রশিদ, জমিরুল হক,আহমদ হোসেন,তারেক আহমদ,পারভেজ কিবরিয়া,লেবু মিয়া।
পাইলগাও ইউনিয়ন চেয়ারম্যান পদে ৪জন লড়ছেন হাজী সুন্দর উদ্দিন আলীগ, মোখলেস মিয়া,ফারুক আহমদ,দবিরুল ইসলাম বিদ্রোহী ।
উল্লেখ্য,উপজেলার ৭টি ইউনিয়নে আগামি ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে বিএনপি ও জামাতের কোন নেতা কর্মী কে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দেখা যায়নি।
Leave a Reply