মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
উপাচার্যকে নিয়ে মানহানিকর বিবৃতি প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন  সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান ইরানে ভয়াবহ বিস্ফোরণে নিহত বেড়ে ২৫, আহত ৮০০ সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্বারকলিপি প্রদান শান্তিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু দিরাইয়ে সুলফির আ ঘা তে যুবক খু-ন জগন্নাথপুরে কৃষকদের মধ্যে বীজ সার বিতরন সুবিপ্রবিতে শান্তিপূর্ণ পরিবেশে প্রথম ধাপের গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত উপাচার্যকে নিয়ে মিথ্যা সংবাদের নিন্দা সুবিপ্রবি শিক্ষার্থীদের  সুনামগঞ্জে সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদের ব্যখ্যা দিল সুবিপ্রবি প্রশাসন 

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

জগন্নাথপুরে পরিকল্পনা মন্ত্রী দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে।

স্টাফ রিপোর্টার :: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন,বর্তমান সরকার দেশকে বদলে দিয়েছে এখন দেশে কোন মানুষ না খেয়ে থাকে না। কোন মানুষ অন্ধকারে থাকে না,   নিত্য পন্যের দাম বৃদ্ধি  থাকবে না। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।
সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি সোমবার দুপুরে   জগন্নাথপুর উপজেলা সদরের স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ছয়দিনব্যাপী কর্মশালায় উদ্ধোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা,  মিজানুর রহমান,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর,  উপজেলার আওয়ামীলীগ সেক্রেটারি রেজাউল করিম রিজু, স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছায়াদ আলী,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,সাধারন সম্পাদক সানোয়ার হাসান সুনু, জাইকার উপজেলা সমন্বয়ক হোসাইন আহমেদ বিপ্লব প্রমুখ।  প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন,বর্তমান সরকার উন্নয়নের সরকার। উন্নয়নের জন্য  রাজনৈতিক স্হতিশীল পরিবেশ দরকার। স্থিতিশীল পরিবেশ বজায় থাকলে দেশ আরও এগিয়ে যাবে।  তিনি বলেন, সারাদেশে অনেক ভালো ভালো সরকারি কর্মকর্তা রয়েছে। আবার  দূষ্ট কর্মকতা ও রয়েছে   গুটি কয়েক দুর্নীতিবাজ কর্মকর্তার জন্য বদনাম হচ্ছে। আমি ছোট বেলায় দেখেছি কিছু কিছু আমীন জরিপ করতে এসে গ্রামের মোড়লদের কাছ থেকে সুবিধা নিয়ে জমি তাদের নামে রেকর্ড করে দিয়েছে। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি এক ব্যক্তি দখল করে রেখেছে শুনে ব্যতিত হলাম।তিনি দ্রুত এ জমি উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কে পদক্ষেপ নিতে আহ্বান জানান।
তিনি বলেন এধরণের কাজ সহ্য করা হবে না। পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান উপজেলার কলকলিয়া ইউনিয়নে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com