শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

জগন্নাথপুরের আখলাকুর রহমানের মাউন্ট এভারেস্ট জয় : এলাকায় আনন্দের বন্যা

জগন্নাথপুরের আখলাকুর রহমানের মাউন্ট এভারেস্ট জয় : এলাকায় আনন্দের বন্যা

সানোয়ার হাসান সুনু ::  বিশ্বের সর্বোচ্চ নেপালের মাউন্ট এভারেস্ট জয়ে করে এভারেস্ট জয়ী হিসাবে নিজের
স্বপ্ন পূরন করে ইতিহাস গড়লেন জগন্নাথপুরের আখলাকুর রহমান।  হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জীবনে একবার জয় করাটা পর্বতারোহীদের জন্য আজীবনের স্বপ্ন। আর এই স্বপ্ন পূরনের সাথে সাথে প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্টজয়ীর তালিকায় নাম লেখান বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আখলাকুর রহমান ওরফে আকি রহমান।
 শুক্রবার নেপালের স্থানীয় সময় সকাল সাড়ে ৭ টার দিকে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান।
বিষয়টি মাউন্ট এভারেস্টের শেরপারা গাইড আকি রহমানের ছোট ভাই জিয়াউর রহমানকে নিশ্চিত করেন। এখবরে আখলাকুরের  স্বজনদের মধ্য আনন্দ- উছ্বাস বিরাজ করছে।  এলাকায় চলছে মিষ্টি   বিতরণ।
জানা যায়, গত ১১ এপ্রিল আখলাকুর  রহমান মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষে যুক্তরাজ্য থেকে নেপালে যাত্রা করেন। পরে ১৪ এপ্রিল তিনি এভারেস্টের ক্যাম্পে যোগদেন সেখানে  তাঁর গাইডদের নির্দেশনা অনুযায়ী মিশন শুরু করেন এবং শুক্রবার হিমালয়েরে সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের মধ্যদিয়ে আখলাকুর  রহমান প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হিসেবে ইতিহাসে নাম লেখান।
আখলাকুর রহমান উরফে আকি রহমানের গ্রামের বাড়ী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামে। যুক্তরাজ্যপ্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে আখলাকুর রহমান বিশ্বজুড়ে পর্বতারোহী আকি রহমান নামেই পরিচিত।
পারিবারিক সূত্রে জানা গেছে, আকি রহমান এক এক করে ছোটবড় বেশ কয়েকটি পর্বতশৃঙ্গে আরোহণ করে অভিজ্ঞতা অর্জনের ধারাবাহিতায় ২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সবচেয়ে উঁচু পর্বত, যার উচ্চতা ৫ হাজার ৮৯৫ মিটার এবং মাউন্ট কিলিমানজারো জয় করে প্রথম সাফল্য অর্জন করেন ।
এরপর ফ্রান্সের সবচেয়ে উঁচু পর্বত ৪ হাজার ৮১০ মিটার মন্ট ব্লাংক, যা মাউন্ট এভারেস্টের চেয়ে মাত্র ৩৮ মিটার ব্যবধান ওই পর্বতটিও জয় করেন।
একই বছরের অক্টোবরে তৃতীয়বার ২৪ ঘণ্টায় জয়ের চ্যালেঞ্জ নিয়ে রাশিয়া ও ইউরোপের মধ্যে সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এলব্রস, যার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার, তা মাত্র ৮ ঘণ্টায় আরোহণ করে বিজয়ী হন। এর পাশাপাশি রাশিয়ার কারবাদিনো-বলকারিয়াও জয় করেন আকি রহমান। এরপর ২০২১ সালে নেপালে অবস্থিত পৃথিবীর সবচেয়ে কঠিনতম পর্বত হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। যার উচ্চতা ৬ হাজার ৮৫৬ মিটার।
এদিকে, বাংলাদেশি বংশোদ্ভূত পর্বতারোহী আকি রহমানের এ জয়ে তাঁর নিজ উপজেলা জগন্নাথপুরে আনন্দের জোয়ার বইছে। অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ব স্ব আইডি থেকে অভিনন্দন জানিয়ে পোষ্ট করছেন। এছাড়াও আত্মীয়-স্বজনরা একে অপরকে মিষ্টি মুখ করাচ্ছেন।
এভারেস্ট জয়ী আকি রহমানের ফুফুতো ভাই স্হানীয়  ইকড়ছই গ্রামের বাসিন্দা সামিনুর রহমান  বলেন, আকি ভাইয়ের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আজ পূরণ হয়েছে। সেই সাথে তিনি প্রথম ব্রিটিশ মুসলিম এভারেস্ট বিজয়ী হয়েছেন। যা আমাদের জগন্নাথপুর তথা দেশবাসীর জন্য গর্বের ও আনন্দের। এই আনন্দ উপভোগ করতে মিষ্টি বিতরণ করা হয়।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com