সোমবার, ০৭ Jul ২০২৫, ১১:১৩ অপরাহ্ন
এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বনায়নের যে লক্ষ্য, তা অর্জনে ২০৩০ সাল পর্যন্ত পাহাড় ও বনের গাছ না কাটার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার আহ্বান জানান।
রোববার (২৪ জুলাই) জাতীয় বৃক্ষমেলা ২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশ দেন।
এ সময় মন্ত্রী বলেন, আমাদের দেশের বিপুল জনসংখ্যার জন্য এখন পর্যাপ্ত বন করা কঠিন। আগে মানুষ কম ছিল, বন বেশি ছিল। তবে এখন হিসেব বদলেছে। আগে জনপদ পর্যন্ত বন ছিল, এখন বন পর্যন্ত মানুষের জনপদ। বনে বসবাস করা আদিবাসীরাও বনের ভেতর বড় জনপদ গড় তুলছেন। বর্তমানে আমাদের বনের পরিমাণ ১৪.২ শতাংশ। আর সামাজিক বনায়নসহ এটি আরও কিছু বেশি। আমাদের প্রয়োজন ২৫ শতাংশ বনায়ন। সে লক্ষ্য অর্জনে আমরা সিদ্ধান্ত নিয়েছি ২০৩০ সাল পর্যন্ত বনের কোনো গাছ কাটা যাবে না, বিশেষ করে অবৈধভাবে। আর সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বনরক্ষকদের এই নির্দেশ নিশ্চিতে কাজ করার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, পলিথিনের ব্যবহার কমিয়ে পাটের ব্যাগের ব্যবহারের জন্য সবাইকে আগ্রহী হতে হবে। এছাড়া টিলা কাটা ও নদী ভরাট বন্ধ করে বৃক্ষ রোপণের জন্যও সবার সহযোগিতা প্রত্যাশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এবং সচিব ড. ফারহিনা আহমেদ। সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী।
এর আগে বৃক্ষরোপণ, বনায়ন ও বন্যপ্রাণী সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার ও সম্মাননা স্মারক দেওয়া হয়।
Leave a Reply