শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য নূরুল ইসলাম নাহিদ বলেছেন,শেখ হাসিনার শাসনকালে দেশে উন্নয়নের জোয়ার বইছে
একের পর এক মেগা প্রকল্প হচ্ছে। শেখ হাসিনার সাহসিক প্রদক্ষেপের ফলে মোটা দাগে উন্নয়ন সম্ভব হচ্ছে। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামীতেও শেখ হাসিনার পাশে থাকুন।
তিনি বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, যতই লাফালাফি করুন এ দেশের মানুষ কোন দূর্নিতীবাজ কে গ্রহন করবেনা।
তিনি, ত্রিধারায় বিভক্ত স্হানীয় আওয়ামীলীগ নেতাকর্মীদের সকল কোন্দল পরিহার করে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। বুধবার বিকেলে পৌরশহরের স্বরুপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করা হয়।
আনুষ্ঠনিকভাবে পতাকা উত্তোলন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবীর ইমন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্টিত সম্মেলন নতুন কমিটি ঘোষনা ছাড়াই সন্ধার দিকে সমাপ্ত হয়। বিভিন্ন সুত্র জানায়, ত্রিধারায় বিভক্ত নেতা কর্মীদের সংঘর্ষ এড়াতে সভাপতি সম্পাদক সহ নতুন কমিটির কারো নাম ঘোষনা করা হয়নি।
উপজেলা কমিটির বর্তমান সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন জানান, কমিটি ঘোষনা ছাড়াই শান্তিপূর্ণভাবে সম্মেলন সমাপ্ত হয়েছে। পরে জেলা নেতৃবৃন্দ নতুন কমিটি ঘোষনা করবেন।
রাত পৌনে ৭টায় সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ব্যারিস্টার এনামূল কবির ইমনের সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি এ প্রতিবেদক কে জানান,আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আলাপ করে আজ রাতেই নতুন কমিটি ঘোষনা করবো।
Leave a Reply