নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করে একটি ভূঁইফোড় সংগঠনের নামে সভা করাকে কেন্দ্র করে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ বিষয়টি জানতে চাইলে ইউএনও নিজেই তিনি কাউকে সন্মেলন কক্ষ ব্যবহার করতে অনুমতি দেননি বলে দাবি করেন। আর জেলা প্রশাসক বলেছেন অভিযোগ খতিয়ে দেখা হবে।
জানা গেছে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের তৃতীয়তলার সন্মেলন কক্ষে কতিপয় ব্যক্তি জগন্নাথপুর প্রেসক্লাবের নাম ব্যবহার করে শোকসভার আয়োজন করে। শোকসভার ব্যনারে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম এর নাম লেখা রয়েছে। ভবনটির দ্বিতীয়তলায় রয়েছে তাঁর দপ্তর।
জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু বলেন, জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে কোন শোকসভা হয়নি। প্রেসক্লাবের নাম ব্যবহার করে কারা উপজেলা প্রশাসনের চেয়ার টেবিল ব্যবহার করে সভা করল তাতে আমরা বিস্মিত।
এ প্রসঙ্গে জানতে চাইলে ইউএনও সাজেদুল ইসলাম বলেন, আমি আজ সারাদিন জ্বর থাকায় বাসায় ছিলাম। উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করার বিষয়টি আমার জানা নেই। এবিষয়ে প্রেসক্লাবের সভাপতি শংকর রায় ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু মুঠোফোনে সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,কোন ভূঁইফোড় সংগঠন ও বির্তকিত ব্যক্তি উপজেলা প্রশাসনের সন্মেলন কক্ষ ব্যবহার করতে পারেনা বিষয়টি খতিয়ে দেখা হবে।
Leave a Reply