রবিবার, ০৬ Jul ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক :: মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরের জামাত জগন্নাথপুর উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে উপজেলার প্রায় পাঁচ শতাধিক মসজিদ ও ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
অন্যান্য বছরের ন্যায় এবারও মসজিদগুলোতে মুসল্লিদের ঢল ছিল। তবে করোনাভাইরাসের পরিস্থিতির কারণে মসজিদে কিছুটা ফাঁক হয়ে সারিবদ্ধ হয়ে ঈদের নামাজ পড়েছেন মুসল্লিরা।
জামাত শেষে দেশ ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, জগন্নাথপুরে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের জামাত সম্পন্ন হয়েছে। তিনি জগন্নাথপুরবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।
Leave a Reply