রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্ধোধন করেন জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সিদ্দিক আহমদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল হোসেন লালন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু প্রমুখ।
উদ্ধোধনী দিনে উপজেলার কলকলিয়া ইউনিয়নের খাশিলা গ্রামের কৃষক এনামুল হকের কাছ থেকে ৩ টন এবং মিরপুুর ইউনিয়নের নজিরপুর গ্রামের কৃষক হোসেন আলীর কাছ থেকে ৩০ টাকা কেজি দরে ৩ টন বোরো ধান সংগ্রহ করা হয়।
জগন্নাথপুর উপজেলা খাদ্য গুদামের খাদ্য পরিদর্শক দীপক সূত্রধর জানান, এবার পুরো উপজেলায় মোট ১ হাজার ৬৩৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষকের কাছ থেকে ১ হাজার ২০০ টাকা মণ দরে ৩ টন করে ধান সংগ্রহ করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমদ বলেন, প্রকৃত কৃষকের আংশিক একটি তালিকা করে ধান সংগ্রহের জন্য দেওয়া হয়েছে। পূর্নাঙ্গ তালিকার কার্যক্রম চলমান রয়েছে।
Leave a Reply