শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ১০ বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণে অভিযুক্ত জয়নুল ইসলামকে (৪০) কে তিন মাসেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
অভিযুক্ত ধর্ষককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবীতে রোববার দুপুরে স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলাবাসীর ব্যানারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন ডায়নার সভাপতিত্ব এতে বক্তব্য দেন, জেলা যুব মহিলা লীগ নেত্রী জাকিয়া সুলতানা, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক এম এ নোমান হাসান খান, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ , ছিরামিশি মদিনাতুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা ফুজায়েল আহমেদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা অলিউর রহমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন মাসেও শিশু ধর্ষককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আমরা বিশ্বাস করি, পুলিশ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। তবে এদিনেও ধর্ষক অধরা থাকায় আমরা শংকিত। দ্রুত তাকে গ্রেপ্তারের দাবী জানিয়েছে, অপরাধীর ফাঁসি দেয়ার দাবী করছেন বক্তারা।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছে। তবে পুলিশ আসামিকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, গত ৩০ মে ৪র্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১০) নানার বাড়ি থেকে শুটকি নিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়। পরে ৩ জুন ওই মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি চাঁদবোয়ালি গ্রামের জয়নুল মিয়া (৪০) নামে এক ব্যক্তি বিরুদ্ধে জগন্নাথপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরপর থেকে অভিযুক্ত জয়নুল ইসলাম পলাতক রয়েছে।
Leave a Reply