নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বুধবার সুনামগঞ্জের জগন্নাথপুরে র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে পরিষদ প্রাঙ্গণে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পন করা হয়। সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভার্চ্যয়ালি অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানটি প্রজেষ্ট এর মাধ্যমে উপজেলা সম্মেলন কক্ষে দেখা হয়। এসময় উপস্থিত ছিলেন জগন্নাথপুরের ইউএনও সাজেদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, এসিল্যান্ড রিয়াদ বিন ইবরাহিম ভূঁইয়া, প্রবীন আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মধুসূদন ধরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে কেক কেটে দিবসটি উদযাপন করা হয়।
Leave a Reply