রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১০:৩৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন কোন বিদেশীর কথায় এদেশ চলবে না,
লন্ডন আমেরিকা জাপান ভারতের কথায় ও বাংলাদেশ চলবে না। এদেশ চলবে বাঙালি দের কথায়। বঙবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন এক জন প্রখ্যাত বাঙালি।
দেশরত্ন শেখ হাসিনার কথায় দেশ চলবে।
তিনি বলেন, নির্বাচন যথা সময়ে হবে। কে এলো আর কে এলো না তা আমাদের দেখার বিষয় নয়। কেউ বাধাঁ দিলে আইনগত ব্যবস্হা নেওয়া হবে।
মন্ত্রী বুধবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে প্রায় ৬শ কৃষকের মধ্যে সার বীজ সহ কৃষি উপকরন বিতরনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার সাজেদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা কৃষিকর্মকর্তা কাওসার আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, প্রবীণ আওয়ামীলীগ নেতা সিদ্দিক আহমদ,উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মধুসূদন ধর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানূর রহমান প্রমুখ। পরে উপজেলার রানীগঞ্জ রোডে ১২০ কোটি টাকা ব্যয়ে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
কৃষি ইনস্টিটিউটের ভিক্তি প্রস্তর স্হাপন করেন। এসময় পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আমেরিকান ও ব্রিটিশরা এ দেশ চালাবে না। কেউ কেউ তাদের কাছে গিয়ে নালিশ করে দেশের বদনাম করেন। এতে কাজ হবে না।’
বিএনপির উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, নির্বাচন থেকে সরে গেলে ভুল করবেন। শতভাগ লোক ভোট দেয় না, ৬০-৭০ ভাগ লোক ভোট দেয়। সব দল অংশগ্রহণ করে না; তাই বলে নির্বাচন আটকেও থাকে না। জনগণের প্রতি তাদের আস্থা রেখে নির্বাচনে আসার আহ্বান জানাই।’
প্রকল্প পরিচালক শরিফুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সিদ্দিক আহমেদ, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বিমল চন্দ্র সোম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম প্রমুখ।
Leave a Reply