নিজস্বপ্রতিবেদক: শায়খুল হাদিস মাওলানা মামুনুল হক বলেছেন, দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী সরকারের দুঃশাসন আমলে বাংলাদেশ ভারতের সেবাদাসে পরিনত হয়েছিল। এখন আর আমরা ভারতের সেবাদাসে পরিণত হবোনা।
তিনি বলেন, সকল ধর্ম-বর্ণ মিলে আমরা বাঙালি, আমরা বাংলদেশী। বাংলাদেশে সবধরণের বৈষম্য গুড়িয়ে দিতে হবে। এখন থেকে এদেশে কোনো ধরনের বৈষম্য না থাকার দাবি জানাবো অন্তবর্তী সরকারের কাছে। এদেশের সংবিধান সংস্কার করতে হবে, দেশ প্রেম মনে রেখে সংবিধান বিনির্মাণ করতে হবে। আওয়ামী লীগ সরকার আমাদের ভাতের অধিকার কেড়ে নেয়, এখন থেকে ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। আওয়ামী সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশে বহু আলেম-ওলামা ও সাধারণ ছাত্র জনতা শহীদ হয়েছেন। বছরের পর বছর কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। এ নির্যাতন থেকে আমরা আজ মুক্তি পেয়েছি।
তিনি বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখা আয়োজিত জগন্নাথপুর পৌর পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত, বন্যাদুর্গতদের জন্য দুয়া ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মুনিম শাহীন এর সভাপতিত্বে ও উপজেলা সহ সভাপতি সোহেল আহমদ, সহ সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাজাওয়ার, পৌর সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক এবং সহ সাধারণ সম্পাদক তারেক আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম সচিব আতাউল্লাহ আমিন, মাওলানা জালালি উদ্দিন আহমদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মদিনাতুল খাইরি আল ইসলামির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা ফয়েজ আহমদ, সুনামগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মাওলানা আমিরুল ইসলাম,জেলা শাখার সহ সভাপতি মাওলানা এস এম শাহিদ আহমদ, মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জগন্নাথপুর উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুজ্জামান, উপজেলা সহ সভাপতি মুফতি আকমল হোসাইন, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা ওমর ফারুক, সৈয়দপুর-শাহারপাড়া ইউপি সভাপতি মাওলানা ছানাওর আলী প্রমুখ।
Leave a Reply