শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:৩০ অপরাহ্ন
নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার ৯০.৩১% এবং মাদ্রাসা বোর্ডের অধীনে উপজেলায় আলিম পরীক্ষায় পাশের হার ৯৫.৮৯% । এবারে এইচএসসি পরীক্ষায় ২৫ টি এ প্লাস ও আলিম পরীক্ষায় ০৬ টি এ প্লাস লাভ করেছে।
উপজেলায় ১০ টি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় মোট ১৭৪৫ পরীক্ষার্থী অংশগ্রহন করে ১৫৭৬ জন পরীক্ষার্থী কৃতকার্য, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৬৯
জন। মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে ০৭ টি মাদ্রাসায় মোট ২৬৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে ২৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন ও অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১১ জন।
উপজেলার জগন্নাথপুর ডিগ্রি কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন ৭৬৮ জন, পাশ করেছে ৬৯৯ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৬৯ জন। এ প্লাস ০৬টি। পাশের হার ৯১.০০% । সৈয়দপুর কলেজ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করেন ১০০ জন, পাশ করেছে ৮৫ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১৫ জন। এ প্লাস নেই। পাশের হার ৮৫.০০% । শাহজালাল মহাবিদ্যালয় থেকে অংশগ্রহন করেন ২৬৬ জন, পাশ করেছে ২৫৯ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ০৭ জন। এ প্লাস ১৫ টি। পাশের হার ৯৭.৩৬% । রানীগঞ্জ কলেজ থেকে অংশগ্রহণ করেন ২০৬ জন, পাশ করেছে ১৯২ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ২৪ জন। এ প্লাস নেই। পাশের হার ৮৮.৩৪% । ষড়পল্লি স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহন করেন ৮০ জন, পাশ করেছে ৭৩ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৮ জন। এ প্লাস ২ টি। পাশের হার ৯০.০০% । নয়াবন্দর স্কুল কলেজ অংশগ্রহন করেন ৭০ জন, পাশ করেছে ৬৮ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এ প্লাস নেই। পাশের হার ৭৫.০০% । শ্রীরামসি হাই স্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহন করেন ৪৮ জন, পাশ করেছে ৩৬ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এ প্লাস নেই। পাশের হার ৮৩.৭৮% । চন্দন মিয়া সৈয়দুননেছা কলেজ থেকে অংশগ্রহন করেন ৮৮ জন, পাশ করেছে ৭৯ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৯ জন। এ প্লাস ১টি। পাশের হার ৮৯.৭৭% । পাড়ারগাও হাইস্কুল এন্ড কলেজ থেকে অংশগ্রহণ করেন ৭৪ জন, পাশ করেছে ৬২ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ১২ জন। এ প্লাস নেই। পাশের হার ৮৩.৭৮%। পাটলী উইমেন্স কলেজ থেকে অংশগ্রহণ করেন ৪৫ জন, পাশ করেছেন ৪৪ জন, অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ০১ জন। এ প্লাস নেই। পাশের হার ৯৭.৭৮%।
Leave a Reply