শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ০৭:৩২ পূর্বাহ্ন
নিজস্বপ্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ এর স্বদেশে আগমন উপলক্ষে গণ সংবর্ধনাকে কেন্দ্র করে জগন্নাথপুরে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২০ অক্টোবর) বিকেলে জগন্নাথপুর পৌরশহরস্থ দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার আয়োজনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন- সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট জিয়াউর রহিম শাহিন।
ক্য়ছর এম আহমেদ আগামী ২২ অক্টোবর মঙ্গলবার বেলা ২ টায় জন্মভূমি জগন্নাথপুরে আসছেন। ১৯৯৮ সনে পার্বত্য শান্তি চুক্তির হরতাল পালন করতে গিয়ে জগন্নাথপুর উপজেলা যুবদলের অন্যতম সহ- সভাপতি হাফিজুর রহমান শহীদ হন। তৎপর স্বৈরাচারী সরকারের যাঁতাকলে নিষ্পেষিত হয়ে জগন্নাথপুর ছাত্র দলের তৎকালীন আহবায়ক কয়ছর এম আহমেদ দেশ ত্যাগে বাধ্য হন। যুক্তরাজ্যে তিনি জাতীয়তাবাদী রাজনীতিতে বলিষ্ঠ ভূমিকা রেখে গুরুত্বপূর্ণ দায়িত্বে আসীন হন। তার আগমনে জগন্নাথপুর- শান্তিগঞ্জ তথা পুরো সুনামগঞ্জে আনন্দের উচ্ছ্বাস বইছে। এছাড়া তাঁর সাথে যুক্তরাজ্যে বসবাসকারী জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী স্বদেশে পাড়ি জমিয়েছেন। এই সংবর্ধনায় তারাও অন্তর্ভুক্ত থাকবেন। এতে জগন্নাথপুরে ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে। ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন- বিএনপির কেন্দ্রীয় ও সুনামগঞ্জ জেলা শাখার গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, পৌর বিএনপির সভাপতি এম এ মতিন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন আহমদ প্রমুখ। এ সময় উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply