শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
সানোযার হাসান সুনু: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপি জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর- শান্তিগঞ্জ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কয়ছর এম আহমেদ বলেছেন, আমি জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর সেবায় আত্মনিয়োগ করতে চাই। এ দুটো উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই। সম্প্রতি এই তরুন নেতা দীর্ঘ ১২ বছর পর দেশে আসলে জগন্নাথপুরে তার বাসভবনে এক একান্ত সাক্ষাত কারে উপরোক্ত কথা বলেন। তিনি বলেন,ফাসিষ্ট হাসিনা সরকারের জুলুম অত্যাচারের কারনে দীর্ঘ ১২ বছর আমি ও আমার পরিবার এবং দলের অনেকেই দেশে আসতে পারিনি।হাসিনার পতনের পর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে স্বাধীন দেশে আসতে পেরেছি স্বাধীন ভাবে কথা বলতে পারছি।এ জন্য মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।জনাব কয়ছর এম আহমদ বলেন, আমি নেতা নই একজন কর্মী হিসাবে দলের জন্য কাজ করছি। আমি আমার জন্মস্থান অবহেলিত জগন্নাথপুর উপজেলা ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর উন্নয়নে কাজ করতে চাই এবং দুটি উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করতে চাই। এক প্রশ্নের জবাবে এই সংগ্রামী নেতা বলেন, দলের একজন ত্যাগী কর্মী হিসাবে আশা
করি দল আমাকে মূল্যায়ন করবেন।দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি দৃড়ভাবে আশাবাদী ইনশাআল্লাহ। আমার প্রতি তিন বারের প্রধান মন্ত্রী দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া ও দলের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দোয়া ও সমর্থন আছে। উনাদের নির্দেশনা মোতাবেক আমি এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করবো। জগন্নাথপুরে দলের আভ্যন্তরীণ কোন্দল ও বিভাজন নিরসনে কোন পদক্ষেপ নিবেন কি? এ প্রশ্নের উওরে তরুন নেতা কয়ছর এম আহমদ বলেন আমি দলে কোন বিভাজন ও কোন্দল চাইনা আমি সবাইকে নিয়ে পথ চলতে চাই সকলের সহযোগীতা চাই। তিনি বলেন বিএনপি বড় দল প্রচুর নেতাকর্মী এখানে মত বিরুধ থাকতে পারে। তবে সহসাই সবাইকে নিয়ে বসে মতবিরোধ দূর করে এক মঞ্চ থেকেই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবো।বিএনপির তরুন নেতা কয়ছর এম আহমদ বলেন,দীর্ঘ এক যুগ পর দেশে আসলে দলের নেতাকর্মী ও সাধারন মানুষ আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাতে আমি অভিভূত। দেশবাসী ও আমার এলাকার মানুষের ভালবাসায় আমি ধন্য।
Leave a Reply