নিজস্ব প্রতিবেদক : জগন্নাথপুরে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” নামক একটি নিউজ পোর্টালের
আত্ম প্রকাশ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
“বৈষম্যের বিরুদ্ধে, ন্যায় এর পক্ষে “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” এর কলম চলবে ” এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা থেকে প্রকাশিত “জুলাই বিপ্লব ২৪ ডটকম ” নামক নিউজ পোর্টাল এর আত্ম প্রকাশ উপলক্ষে ২৯ শে নভেম্বর শুক্রবার বাদ মাগরিব এই পোর্টালের কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী, জুলাই বিপ্লব ২৪ ডটকম এর উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল এর সভাপতিত্বে ও এই পোর্টালের সম্পাদক ও প্রকাশক কয়েস মামুন এর পরিচালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক সানোয়ার হাসান সুনু বলেন, সাংবাদিকতা হচ্ছে একটি মহৎ পেশা। সততা ও ন্যায়নীতি বজায় রেখে দ্বায়িত্ব শীলতার সাথে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে। অনিয়ম, দূর্নীতি ও সন্ত্রাসের বিরুধ্বে লিখা এবং মানুষের অধিকারের পক্ষে কাজ করা-ই সাংবাদিকতা এ গুলো মনে রেখে সবাইকে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা আফজল হোসাইন,এনটিভি ইউরোপ প্রতিনিধি মোঃ আব্দুল হাই, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংবাদিক হুমায়ূন কবীর, হুমায়ুন কবীর ফরিদী, ফুজায়েল আহমদ ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি রাকাব আহমদ শিশির।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক তারেক আহমদ, বাংলা টিভি প্রতিনিধি গোবিন্দ দেব, উত্তর পূর্ব প্রতিনিধি আমিনুল হক শিপন, সকালের সময় প্রতিনিধি আমিনুর রহমান জিলু, তৈয়বুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিনুর রহমান, জুলাই বিপ্লবের আইটি সম্পাদক নুর উদ্দিন। ।
আলোচনা পর্ব শেষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Leave a Reply