নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যাগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পৌর এলাকার হাজেরা মার্কেটের পেছনের মাঠে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমদ মিলনের সভাপতিত্বে ও আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদের আহমদ, অ্যাডভোকেট শেরেনুর আলী, কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনিসুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সহ সভাপতি ফারুক আহমেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রেজাউল হক, সেলিম উদ্দিন, মোঃ নুর আলী, মোনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, আব্দুল মুকিত, সাবেক জেলা ছাত্রদল নেতা এটিএম হেলাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লুৎফুর রহমান চৌধুরী, আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা আবিবুল বারী আয়হান, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মির্জা আবুল কাশেম স্বপন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমেদ, আব্দুস সোবহান, উপজেলা বিএনপি নেতা এম এ কয়েছ, পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক তকবুর আহমদ,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকবাল হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন। শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান চৌধুরী বলেন,আওয়ামীলীগ একটি দুর্নীতিবাজ দল, কোন ভালো মানুষ আওয়ামী লীগ করতে পারে না। শেখ হাসিনার লজ্জাজনকভাবে বিদায় হয়েছে। এই দুর্নীতিবাজ সংগঠনের আর পরিবর্তন হবে না। তাই আগামী দিনে তাদের রাজনীতি করার অধিকার নেই। তিনি বলেন, বিএনপি নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ। জগন্নাথপুরের মাটিকে বিএনপির ঘাটিতে পরিণত করতে হবে। তাই আগামী দিনের কমিটিতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। তারা যাতে হারিয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে জেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন বলেন, জগন্নাথপুর একটি সমৃদ্ধ জাতীয়তাবাদী শক্তির ঘাটি। পৃথিবীর অন্যতম নিকৃষ্ট স্বৈরাচার শেখ হাসিনা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে গেছে। এখন বিএনপি নেতাকর্মীদের জাতীয়তাবাদী শক্তিতে জ্বলে উঠতে হবে। জেল- জুলুম ও নির্যাতনে শিকার নির্যাতিতরা মূল্যয়িত হবে। আমরা ঐক্যবদ্ধ থাকব। সুনামগঞ্জের ১৬টি ইউনিটে সবচেয়ে সমৃদ্ধ হবে জগন্নাথপুর। জগন্নাথপুর ঝলঝল করে জ্বলে উঠবে।
Leave a Reply