নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যাগে সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষক, শিক্ষার্থী,রাজনীতিবীদ,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সংগঠক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের অংশ গ্রহণ করেন। সমবেত কন্ঠে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সূরের মূর্চ্ছনায় আলোড়িত হয় শহীদ মিনার ও আশপাশ এলাকা।
জাতীয় সঙ্গীত পরিবেশনের শুরুতে বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির। সাংবাদিক অমিত দেব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) তাজউদ্দিন আহমদ, ছিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপক কান্তি দে,জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন,উত্তর জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা খানম, পৌর বিএনপি নেতা নিজাম উদ্দিন, সাংবাদিক আব্দুল হাই, গোবিন্দ দেব, জুয়েল আহমেদ আমিনুল হক সিপন,আমিনুর রহমান জিলু,সুমিত রায়,উদীচী শিল্লী গোষ্ঠীর সভাপতি সতীশ গোস্বামী, সাধারণ সম্পাদক দ্বিপক কুমার দে, শিক্ষক অনন্ত পাল, ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের রিসোর্স সেন্টারের কম্পিউটার প্রশিক্ষক রাশিদ আহমেদ চৌধুরী মুরাদ, জগন্নাথপুর কাঞ্চনশিখা একাডেমির প্রতিষ্ঠা কুশল রায়,আর্ট স্কুলের শিক্ষক জুনায়েদ সজল, শিল্পকলা একাডেমির শিক্ষক ইন্দ্রজিৎ সূত্রধর,বেতার শিল্পী মৌসুমি রায়,প্রত্যাশা দে,পূর্বা দে প্রমুখ।
সভাপতির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নাগরিক অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির বলেন বিজয় দিবস বাঙালি জাতিসত্বার অস্তিত্বের প্রতীক আর জাতীয় সঙ্গীত আমাদের প্রানের স্পন্দন। তাই বিজয় দিবসের প্রাক্কালে সকল শহীদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে জাতীয় সঙ্গীত পরিবেশনের আয়োজন করেছি। আগামীতে আরো বড় পরিবেশে সমবেত কন্ঠে সবাইকে নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করতে চাই।
Leave a Reply