নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট কলামিস্ট, লেখক, গবেষক ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী সায়েক এম রহমানের স্বদেশ আগমন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুরের কৃতী সন্তান অবরুদ্ধ বাংলাদেশ ও একটি ভোরের প্রতিক্ষা বইয়ের স্বনামধন্য লেখক জনাব সায়েক এম রহমান সম্প্রতি ফ্যাসিষ্ট হাসিনার পতনের পর বাংলদেশে এসেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর পয়েন্টস্হ জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তাজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু এর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের প্রতিষ্ঠাতা ট্রাস্টি শিক্ষানুরাগী সমাজসেবক এম এ কাদির, কেশবপুর এডুকেশন ট্রাস্টের সভাপতি বশির মিয়া, কবি সালাহ উদ্দিন মিঠু।
বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, কোষাধ্যক্ষ আব্দুল হাই, সদস্য জামাল উদ্দিন বেলাল, গোলাম সারোয়ার, আল আমিন,পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য মাসুম আহমদ। পরে সংবর্ধিত অতিথিকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। সংবর্ধিত অতিথির বক্তব্যে লেখক, গবেষক ও সাংবাদিক সায়েক এম রহমান বলেন, আমি ছাত্র জীবন থেকেই লেখালেখিতে ছিলাম। জীবন জীবিকার প্রয়োজনে প্রবাসে গিয়ে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি লেখালেখিতে সম্পৃক্ত হই। একজন সংবাদকর্মী হিসেবে যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমে কাজ করি। এক পর্যায়ে অবরুদ্ধ বাংলাদেশ ও একটি ভোরের প্রতীক্ষায় নামে দুটি বই লিখেছি। এসব বইয়ের মধ্যে দৈনিক আমার দেশসহ বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া কলাম থেকে অবরুদ্ধ বাংলাদেশ নামে বইটি প্রকাশ করি। তিনি বলেন,
গত ১৬ বছর বাংলাদেশের মানুষ শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের শিকার ছিল। বিশেষ করে সাংবাদিক ও লেখক সমাজ মত প্রকাশের স্বাধীনতা থেকে অবরুদ্ধ ছিল। জুলাই আগষ্টের ছাত্র জনতার গণ অভূত্থানের মাধ্যমে মানুষ মুক্ত হয়েছে। এখন দেশ কে বৈষম্যহীনভাবে গড়তে হবে। এজন্য লেখক, সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি নিজ জন্মভূমিতে প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে সংবর্ধনা প্রদান করায় প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
অতিথির বক্তব্যে শিক্ষানুরাগী ও সমাজসেবী এম এ কাদির বলেন, সংবর্ধিত অতিথি সায়েক এম রহমান একজন মেধাবী কলামিস্ট লেখক ও সাংবাদিক। তিনি দুঃসময়ে সাহস নিয়ে সত্য তুলে ধরেছেন।
প্রেসক্লাব সাধারন সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, আজকের সম্বর্ধিত অতিথি জনাব সায়েক এম রহমান একজন সৎ ও ন্যায়পরায়ণ ব্যাক্তিত্ব। বিগত ১৬ বছর ফ্যাসিষ্ট হাসিনার জুলুম-অত্যাচারের বিরুধ্বে তিনি খুবই সোচ্চার ছিলেন। ফ্যাসিবাদের বিরুধ্বে তিনির লেখনী জাতীকে সাহস যুগিয়েছে। এক জন উপযুক্ত ব্যাক্তিত্ব কে সংবর্ধনা দিয়ে জগন্নাথপুর প্রেসক্লাব যথাযথ দ্বায়িত্ব পালন করেছে।
অনুষ্ঠানে সাংবাদিক, রাজনীতিক,ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্হিত ছিলেন।
Leave a Reply