নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী
জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ৬ষ্ট শ্রেনীর নতুন ছাত্রীদের বরন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক এর সভাপতিত্বে দশম শ্রেনীর ছাত্রী অন্বেষা রানী পাল ও সপ্তম শ্রেনীর ছাত্রী সামীয়া জাহান শ্রাবনীর উপস্হাপনায় প্রধান অথিতির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক ইকবাল মাসুদ, সিনিয়র শিক্ষক মোঃ আলী মোর্তুজা, শিক্ষিকা মনি বনিক ।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন,শারমিন সুলতানা, সামিয়া জাহান মিথিলা দাস প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দশম শ্রেনীর ছাত্রী ইমা সুলতানা ও গীতি পাঠ করেন অন্বেষা রাণী পাল। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা কবিতা ও সংগীত পরিবেশন করেন। এ সময় উপস্হিত ছিলেন সিনিয়র শিক্ষক জয়ন্ত শেখর রায়, মোঃ সাদ্দাম হোসেন, মোঃগুলজার রহমান,
মোঃ মনজুরুল হক, সহকারী শিক্ষক রাকেশ দাস, মোঃ জালাল উদ্দিন ও সেলিনা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
প্রধান অথিতির বক্তব্যে অভিভাবক কমিটির সভাপতি জনাব সানোয়ার হাসান সুনু শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পিতামাতা ও শিক্ষক দের শ্রদ্ধা করবে উনাদের আদেশ মেনে চলবে। মনোযোগ সহকারে লেখা পড়া করে মানবিক মানুষ হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রত্যেক মা- বাবার-ই সন্তান কে নিয়ে স্বপ্ন থাকে। তারা চান তাদের সন্তান যেন সত্যিকার মানুষ হিসাবে মানুষের জন্য কাজ করে। মহান আল্লাহ পাক সবাইকে ভাল মানুষ হিসাবে কবুল করুন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,মোজাম্মেল হক ছাত্রী দের উদ্দেশ্য বলেন, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। ভবিষ্যৎ নাগরিক হিসাবে নিজেকে যোগ্য করে তৈরি করতে হবে।এর জন্য তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে।
আন্তরিকতার সহিত লেখাপড়া চালিয়ে যেতে হবে। ক্লাঁস ফাকি দেওয়া যাবেনা।
নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে।
সহ প্রধান শিক্ষক জনাব ইকবাল মাসুদ শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ । সবাই পরিস্কার পরিচ্ছন্ন থাকবে। স্কুলের ড্রেস পরে নিয়মিত ক্লাস করবে। শিক্ষক দের পাঠদান মনোযোগ সহকারে শুনবে।
তিনি বলেন, তোমরা লেখা পড়া করে মানুষের মতো সুন্দর মনের মানুষ হয়ে মা-বাবার মূখ উজ্জ্বল করবে শিক্ষক দের মুখ
উজ্জ্বল করবে। তোমাদের জন্য দুয়া ও অনেক অনেক শুভ কামনা।
Leave a Reply