শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে গ্রেফতার ৭ কলিম উদ্দিন মিলনের সুস্হতা কামনায় জগন্নাথপুরে বিএনপির দোয়া মাহফিল  শহীদ হাফিজুর রহমান হাফিজের স্বরণে জগন্নাথপুর উপজেলা যুবদলের আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন নির্বাচন ঘিরে ইসির বৈঠক, ভোটের সামগ্রী কেনাকাটার প্রস্তুতি শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ব্যারিষ্টার আনোয়ারের নগদ অর্থ ও কাপড় বিতরণ শান্তিগঞ্জে ভূমিখেকো আতাউর রহমানকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন শান্তিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপন

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি 

সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা মহাসড়কে গাছ ফেলে দুর্ধর্ষ ডাকাতি 

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে যাত্রীবাহী ২টি বাসসহ ৪টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নে দারাখাই নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতের হামলায় বেশ কয়েকজন  যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ২০-২৫ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র, রামদা ও ধারালো ছুরি নিয়ে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে গাছ কেটে একটি লরি গাড়ির গতিরোধ করে। পরে ওই লরিটি সড়কে মধ্যখানে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসসহ (আল-মোবারক ও মামুন পরিবহন) চারটি গাড়ির চালক ও যাত্রীদের সর্বস্ব লুটে নেয় ডাকাতদল। এসময় হামলায় তিন-চারজন যাত্রী রক্তাক্ত হয়েছেন। তবে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার বিষয়টি জানা গেলেও তা নিশ্চিত হওয়া যায়নি।
যাত্রীবাহী বাসে থাকা মনির হোসেন আর্তনাদ করে বলেন, আমার বাবা ঢাকায় একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসার টাকা নিয়ে ঢাকা যাচ্ছিলাম। ডাকাতরা সব নিয়ে গেছে। প্রায় এক লাখ ১০ হাজার টাকা ছিল।
আরেক যাত্রী রাসেল মিয়া বলেন, বাসে থাকা যাত্রীদের মোবাইল সহ সবকিছু নিয়ে গেছে। মহিলাদের কাছে স্বর্ণালংকারও ছিল। চালককে মারধর করা হয়েছে। গাড়িতে ভাঙচুরে অনেকে আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী আলী হোসেন নামের এক প্রাইভেটকার চালক বলেন, সামনে ৪-৫টি গাড়ি দাড়ানো দেখে ডাকাতির বিষয়টি বুঝতে পারি। তাই দ্রুত গাড়ি চালিয়ে কলকলিয়া বাজারে চলে যাই। এসময় ডাকাতরা আমার গাড়িতে হামলা করে বেশ ভাঙচুর করে। পরে কলকলিয়া বাজার থেকে স্থানীয়দের নিয়ে এসে ধাওয়া দিলে ডাকাতরা পালিয়ে যায়।
স্থানীয় যুবক যোবায়ের আহমদ বলেন, খবর পেয়ে আমরা স্থানীয় এলাকা বাসী ডাকাতদের ধাওয়া করি। অনেকে আহত হয়েছেন। চারটি গাড়ির সবার মোবাইল ফোনসহ সব কিছু নিয়ে গেছে।
তিনি বলেন, ওই স্থানে এক সময় প্রায়ই ডাকাতি হতো। কিন্তু ২০০৬ সাল থেকে দীর্ঘ ১৮ বছর দারাখাই এলাকায় ডাকাতি বন্ধ ছিল। বর্তমানে পুলিশ টহল না থাকায় আবারও ডাকাতী শুরু হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমীন বলেন, যে স্হানে ডাকাতী সংঘটিত হয়েছে সেটা ছাতক থানার অধীন। এ ব্যাপারে ছাতক থানায় মামলা হয়েছে।
এ ব্যাপারে ছাতক উপজেলার জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কবির আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। আমরা শুধু একটি গাড়িতে ডাকাতির বিষয়ে জানতে পেরেছি। ডাকাতরা যাত্রীদের বেশকিছু মালামাল নিয়ে গেছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে। আমরা কাজ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com