সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
জগন্নাথপুর নিউজ ডেস্ক::
সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল দ্রুত চালু এবং পর্যাপ্ত ওয়ার্ড সুবিধার দাবিতে দ্বিতীয় দিনের মতো সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
আজ রবিবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শান্তিগঞ্জে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল চালু না হওয়ায় তারা ক্লিনিক্যাল ক্লাস করতে পারছেন না। ফলে হাতে-কলমে শিক্ষা নেয়া থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালু, পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত, ক্লিনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও রেজিস্ট্রার নিয়োগ, জেলা সদর হাসপাতালে সপ্তাহে ছয় দিন ক্লাসের ব্যবস্থা এবং যাতায়াতের জন্য তিনটি বাস বরাদ্দের দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।
এর আগে গত বুধবার (১৬ এপ্রিল) প্রায় ছয় ঘণ্টা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা। এরপর আশ্বাস পেয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন। তবে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না আসায় রোববার ফের সড়কে নামেন তারা।
রোববার সকালে মেডিকেল কলেজ ক্যাম্পাসের সামনে সড়কের দুপাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দেন শিক্ষার্থীরা। এতে উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পুলিশ প্রথমে সরে যাওয়ার অনুরোধ করলেও শিক্ষার্থীরা তাতে সাড়া দেননি। পরে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে সরিয়ে দিতে চাইলে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ক্যাম্পাসে সরিয়ে আনা হলে যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, লাঠিচার্জের সময় কয়েকজন আহত হন। তাদের শরীরে আঘাত লেগে রক্তক্ষরণ হয়েছে। সড়ক ছেড়ে ক্যাম্পাসে আসার পরও তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
এ বিষয়ে সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির প্রতি আন্তরিক। কিন্তু সড়ক অবরোধের কারণে অনেক যানবাহন আটকে জনদুর্ভোগ বাড়ছিল। অনুরোধে কাজ না হওয়ায় কিছুটা বলপ্রয়োগ করে তাদের সরানো হয়েছে। তবে কেউ আহত হয়নি।’
কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়া বলেন, ‘শিক্ষার্থীদের দাবি নিয়ে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে বারবার যোগাযোগ করছি। তারাও চাপে আছে। আশা করছি সরকার দ্রুত ব্যবস্থা নেবে।’
উল্লেখ্য, ২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু হয়। ২০২৩ সালে কলেজটি স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হয়। ২০২৪ সালে ৫০০ শয্যার হাসপাতালের কার্যক্রম শুরুর লক্ষ্যে অবকাঠামো নির্মাণ শেষ হলেও এখনও তা চালু হয়নি।
সুত্র: টিবিএস
Leave a Reply