নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টস্হ আলী কমিউনিটি সেন্টারে এক ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছে।জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়ছর এম আহমদের অনুপ্রেরণায় ও মৌলবী বাজার বি এন এস বি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় ও জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির সহযোগীতায় ১৩মে মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় ফ্রি এ চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন। চক্ষু ক্যাম্পে আগত চক্ষু রোগীদের প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রধান করা হবে এবং ছানী পড়া রোগীদের মৌলবী বাজার বি এন এস বি চক্ষু হাসপাতালে নিয়ে বিনা মূল্যে চোখে অপারেশন ও চশমা প্রদান করা হবে। নির্ধারিত সময়ে আলী কমিউনিটি সেন্টারে অত্র এলাকার সকল রোগী কে যথা সময়ে উপস্হিত থাকার জন্য চক্ষু ক্যাম্পের পৃষ্ঠপোষক যুক্তরাজ্য বিএনপির সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নেতা কয়ছর এম আহমদ অনুরোধ জানিয়েছেন।
Leave a Reply