নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে আগামি জাতীয় নির্বাচনে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাাশি যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা জগন্নাথপুরের কৃতী সন্তান কয়ছর এম আহমদের অনুপ্রেরণায় সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জগন্নাথপুর পৌরসভার হাসপাতাল পয়েন্টের আলী কমিউনিটি সেন্টারে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা ও
পৌর বিএনপির উদ্যাগে এবং মৌলভীবাজারের বি.এন.এস.বি চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় দিনভর অনুষ্ঠিত ক্যাস্পে সহস্রাধিক দরিদ্র রোগীকে চিসিৎসা দেওয়া হয়। এরমধ্যে চোখে ছানি পড়া ৬৪ জন রোগিকে সনাক্ত করে নতুন লেন্স স্থাপনার মাধ্যমে অপারেশনের জন্য মনোনীত করে মৌলবী বাজার হসপিটালে প্রেরন করা হয়েছে।
সকাল ১০টার দিকে ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক, কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। পরে পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিঠু’র সভাপতিত্বে ও পৌর বিএনপির প্রথম যুগ্ন আহবায়ক এম এ মতিনের পরিচালনায় একসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাজ্য বিএনপি র সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন আহমদ সোহেল,, এম এ মুকিত, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার প্রমুখ।
সভায় প্রধান অতিথি কলিম উদ্দিন মিলন বলেন, বিএনপি গণমানুষের রাজনৈতিক দল। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে বিএনপি কাজ করে আসছে। যার ধারাবাহিকতায় প্রান্তিক জনগোষ্টির সেবা নিশ্চিতকরণে আজ স্থানীয় বিএনপির উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে। এজন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। প্রধান বক্তার বক্তব্যে যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, রাজনীতি মানেই জনগনের সেবা করা। আমাদের আগামি দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদেরকে সব সময় মানবিক কাজে উৎসাহিত করেন। জনকল্যাণ মুখী কাজে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। আজ এই মহতি কার্যক্রমের ফলে অনেক অন্ধ ব্যক্তির চোখের আলো ফিরে পারেন। এটি সত্যিই একটি প্রশংসনীয় উদ্যোগ। এধরনের আয়োজন আরও বেশি বেশি করতে তিনি প্রবাসি ও সমাজের বিত্তবান দের এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,
উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এডভোকেট জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মোছাব্বির আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক দিলু মিয়া, তকবুর মিয়া, শামছুল হক,উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, যুগ্ম আহবায়ক জুবেদ আলী লকন, পৌর যুবদলের আহবায়ক লিটন আহমদ, যুগ্ম আহবায়ক শামীম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজি হারুনুর রশীদ, যুগ্ম আহবায়ক নাসিম আহমদ রুহেল, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন সহ বিএনপি ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply