নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুরে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম (২৪) নামের এক যুবক খুন হয়েছেন। তাকে নৃশংসভাবে গলা কেটে হত্যা করা হয়েছে।
নিহত সৈয়দুল ইসলাম উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের ইউনুস আলীর ছেলে।ময়নাতদন্তের জন্য লাশ শনিবার ১৭ মে সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামের ফসলি জমি থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকেল পর্যন্ত বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুজি করেন। একপর্যায়ে রৌয়াইল গ্রামে ফসলি জমিতে তার গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। সৈয়দুলের ভাই মোঃ সোহেল মিয়া বলেন, ‘ তার ভাই সৈয়দুল ইসলাম শুক্রবার সকাল সাড়ে ৯ টার বাড়ি থেকে ভাত খেয়ে বস্তা ও কাস্তে হাতে নিয়ে ঘাস কাটতে যায়। আমরা খোঁজাখুজি করে পাইনি। তিনি আরো বলেন, আমার ভাইকে নৃশংসভাবে খুন করা হয়েছে। আমরা জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের মাথায় আঘাত, গলায় কাটা ও শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা কাঁচি উদ্ধার করা হয়েছে। ওসি আরও বলেন, মামলা প্রক্রিয়াধীন জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
Leave a Reply