নিজস্বপ্রতিবেদক: নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন মেলা শুরু হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।পরে উপজেলা ভুমি অফিসের আয়োজনের উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগন্নাথপুর সরকারী গার্লস হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু,জগনাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপারভাইজার অরূপ রায়, জগনাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ এলাকায় র্যালি অনুষ্ঠিত হয়।
Leave a Reply