নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়কালে ১ ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার জগন্নাথপুর থানা পুলিশ গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। গুলিতে নিহত ব্যক্তি আবু সাঈদ (৩৫) পেশায় সেনেটারি মিস্ত্রি। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার তারাপাশা গ্রামের তাজ মিয়ার পুত্র। রোববার রাত ৮ টার দিকে জগন্নাথপুর উপজেলার বেতাউকা (গাদিয়ালা) গ্রামে সেনাবাহিনীর একটি দল ও দূষ্কৃতকারীদের মধ্যে গুলি বিনিময়কালে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।জগন্নাথপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর জগন্নাথপুর উপজেলাধীন চিলাউড়া হলদিপুর ইউনিয়নস্থ বেতাউকা (গাদিয়ালা গ্রামের পাশ্ববর্তী দিরাই উপজেলাধীন হাতিয়া গ্রাম ও আশপাশে এলাকার চিহ্নিত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযানে নামে সুনামগঞ্জের ছাতক সেনাবাহিনীর একটি টিম। সন্ত্রাসী তাজ উদ্দিন ও তার সহযোগিরা সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকা যোগে পালাতে পালাতে সেনাবাহিনীর উদ্দেশ্যে গুলি ছুড়তে থাকে। এসময় বেতাউকা (গাদিয়ালা) সাকিনস্থ প্রবাসী সিপন মিয়া ও আবু তালিব এর ঘরের মাঝখানে পায়ে হাটার গলিতে কয়েকজন সেনেটারি মিস্ত্রি ট্যাংকি এবং পানির লাইনের কাজ করছিলেন। গুলি বিনিময়কালে সেনেটারি মিস্ত্রি আবু সাঈদের পেটের বামদিকে এবং পিঠের ডান পাশে গুলি বিদ্ধ হলে ঘটনাস্থলে তিনি প্রাণ হারান।জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, রোববার রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে গুলিবিদ্ধ মরদেেহের সুরতহাল প্রতিবেদন করে। সোমবার সকালে ময়না তদন্তের জন্য মৃত সেনেটারি মিস্ত্রির মরদেহ সুনামগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply