নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জ – ৩ (জগন্নাথপুর- শান্তিগন্জ্ঞ) আসনে জগন্নাথপুরের কৃতী সন্তান যুক্তরাজ্য বিএনপির তিনবারের সফল সাধারন সম্পাদক কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির অন্যতম সদস্য কয়সর এম আহমদ কে বিএনপি মনোনীত প্রার্থী হিসাবে দেখতে চান উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ কর্মী সভায় উপজেলার নেতৃবৃন্দ এ অভিমত ব্যক্ত করেন। বক্তাগন তৃনমূল থেকে উঠে আসা জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি ত্যাগী ও জনপ্রিয় নেতা কয়সর এম আহমদ কে ধানের শীষের প্রার্থী করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তথা দলের হাই কমান্ডের নিকট জোর দাবী জানান। উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,এম এ মুকিত, অতিরিক্ত পিপি এডভোকেট জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্নসাধারন সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মির্জা আবুল কাশেম স্বপন, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন আহমদ, সৈয়দ মুসব্বির আহমদ, আব্দুস সুবহান, হাজী সোহেল আহমদ টুনু, আহবায়ক কমিটির সদস্য এম এম সুহেল, এম সাদিকুর রহমান নানু ও ইসরাক আহমদ প্রমুখ।
Leave a Reply