নিজেস্বপ্রতিবেদক: এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সর্ব্বোচ্চ গ্রেড ও নম্বর অর্জন করেছে উপজেলার কলকলিয়া ইউনিয়ের আটপাড়া উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা। শিক্ষক দম্পতির মেয়ে রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়েছে। তাহিয়া আঞ্জুম রাইদা উপজেলার শাহজালাল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন এবং আব্দুল কাদির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের প্রথম সন্তান।জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায় জানান, জগন্নাথপুর উপজেলা থেকে এবার ১৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে আমার জানামতে আটপাড়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাইদা সকল বিষয়ে এ+ সহ ১৩০০ নম্বরের এসএসসি পরীক্ষায় ১২১৩ নম্বর পেয়ে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে। আমি তাঁর সাফল্যে খুশি। আমি তাঁর সাফল্যের ধারাবাহিকতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্রসঙ্গত মেধাবী রাইদা প্রাথমিক সমাপনি পরীক্ষায় সরকারি ট্যালেন্টপুল বৃত্তি,এম এ মান্নান বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় প্রথম স্থান,হালিমা খাতুন বৃত্তি পরীক্ষা এবং কলকলিয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির বৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে। তাহিয়া আঞ্জুম রাইদা ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা । সে সকলের দোয়াপ্রার্থী।
Leave a Reply