নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর বাজারে ভেজাল ময়দা, সরিষার তেল ও নকল খেজুরের গুড় তৈরীর অভিযোগে এক ব্যবসা প্রতিষ্ঠানকে আডাই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে শহরের পৌরপয়েন্ট এলাকায় মেসার্স হাবিব টাইগার মসলা প্রোডাক্টস কে এই জরিমানা প্রদান করা হয়। এর আগেও এই প্রতিষ্ঠান কে একাধিকার জরিমানা করা হয়। কিন্তু তাদের অপকর্ম তারা বন্ধ করেনি।জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যেগে জগন্নাথপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অন্য কোম্পানির সরিষার তেল নিজের ব্যান্ডের নাম ব্যবহার করে বিক্রিকালে হাতেনাথে ধরা পড়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানর লোকজন। এছাড়া নিন্মমানে ময়দা ও ভেজাল খেজুরের গুড় তৈরী করার অভিযোগে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে নেতৃত্বদানকারী সুনামগঞ্জের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতি: দায়িত্ব) দেবানন্দন সিনহা জানান, দীর্ঘদিন ধরেই ওই প্রতিষ্ঠান নকল গুঁড় তৈরীর করে বাজারজাত করে আসছিল। এছাড়া অন্য ব্রান্ডের তৈল কিনে নিজের ব্রান্ডের নাম ব্যবহার করছিল এবং নিন্মমানের খাদ্য সামগ্রী বাজারজাত করায় জরিমানা করা হয়েছে।
Leave a Reply