নিজস্বপ্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী দল বিএনপির কার্য নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ বলেছেন, আমাদের যুবসমাজ মাদক ও জোয়ায় আশক্ত। আকাশ সংস্কৃতির কারনে তারা খেলাধুলা বিমুখ হয়ে পড়েছে। যুবসমাজকে মাঠে ফিরিয়ে আনতে হবে। খেলাধুলাই পারে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে।
সোমবার শান্তিগঞ্জের চিকারকান্দী ও বাদুল্লাপুর যুবসমাজের উদ্যোগে আয়েজিত গ্রামীণ হাডুডু খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এসময় তিনি আরও বলেন, ভিন দেশীয় সংস্কৃতির কারনে আমাদের নিজস্ব খেলা দিন দিন হারিয়ে যাচ্ছে। হাডুডু,কুস্তি গ্রামীণ খেলার চর্চা আরও বৃদ্ধি করতে হবে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে গ্রামীণ খেলাধুলা ও সংস্কৃতির পৃষ্টপোষকতা করা হবে। গ্রামীণ শান্তিশৃঙ্খলা রক্ষার মাধ্যমে পারস্পারিক
সহ-অবস্থান নিশ্চিত করা হবে।শান্তিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাইমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সদস্য ফারুক আহমদ, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ আমিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মাসুক মিয়া।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুস সোবহান,বিএনপি নেতা আওলাদ হোসেন,ইলিয়াস মিয়া, সাব্বির আহমদ,শফিকুল ইসলাম, ইরান মিয়া, অজিত দাশ প্রমুখ।
হাডুডু প্রীতি ম্যাচে ৮০ টি দল অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল দলকে পুরস্কার প্রদান করা হয়।
Leave a Reply