নিজস্বপ্রতিবেদক: সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্যদিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৫ পালিত হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরে।
এ লক্ষ্যে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে জগন্নাথপুর পৌরশহরে র্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে “জুলাই চেতনায় আগামী বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জাতীয় নাগরিক পার্টি এনসিপির জেলা সমন্বয় কমিটির সদস্য আলী হোসেন খান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক সাজাওয়ার হোসেন, ছাত্রনেতা আরিফুল ইসলাম প্রমুখ।বেলা ১ টার দিকে জগন্নাথপুর উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে পৌর শহরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল উদ্দিন আহমেদ এর পরিচালনায় জগন্নাথপুর পৌর পয়েন্ট ও উপজেলা বিএনপি কার্যালয় সংলগ্ন সড়কে পৃথক সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সোহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, এডভোকেট ড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সৈয়দ মোছাব্বির আহমদ, আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, লুৎফুর রহমান চৌধুরী, সানোয়ার হাসান সুনু, মির্জা আবুল কাশেম স্বপন, পৌর বিএনপির আহবায়ক সালাহ উদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক এম এ মতিন, মোঃ দিলু মিয়া,তকবুর মিয়া,শামসুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আছকির আলী, ফারুক আহমদ, যুক্তরাজ্য বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হোসেন ডালিম, পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুনুজ্জামান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন। এছাড়া জগন্নাথপুর উপজেলা পৌর জামাত ও অঙ্গসংগঠনের উদ্যোগে পৌরশহরে র্যালী পরবর্তী পৌরপয়েন্টে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply