নিজস্বপ্রতিবেদক: ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের উদ্যাগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগষ্ট) সন্ধ্যা ৭ টায় পৌর পয়েন্টস্থ জগন্নাথপুর প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ জামাল উদ্দিনের বেলালের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য লুৎফুর রহমান চৌধুরী, জগন্নাথপুর প্রেসক্লাব সাধারন সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ সানোয়ার হাসান সুনু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল কাশেম স্বপন, পৌর জামায়াতের সভাপতি মোঃ ওয়ালী উল্লাহ। বক্তব্য রাখেন- জগন্নাথপুর প্রেসক্লাবের সহ সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান।শুরুতেই পবিত্র আল কুরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাবের কার্যকরী সদস্য হিফজুর রহমান তালুকদার জিয়া। দোয়া পরিচালনা করেন- মোঃ ওয়ালী উল্লাহ।
Leave a Reply