জগন্নাথপুর নিউজ ডেস্ক: পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। এর মধ্যে রয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়ে বিতর্কিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ ও অতিরিক্ত ডিআইজি (সাময়িক বরখাস্ত) বিপ্লব কুমার সরকারের নামও। গেল বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছেন এই কর্মকর্তারা।
এর মধ্যে হারুন অর রশীদের ২০১২ ও ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৬ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহার করা হয়েছে। তার ২০১৮ সালে পাওয়া পুলিশ পদক আগেই প্রত্যাহার করা হয়েছে।
আর বিপ্লব কুমার সরকারের ২০১৩ সালের পিপিএম-সেবা এবং ২০১৫ ও ২০১৮ সালের বিপিএম-সেবা পদক প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব তৌছিফ আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সৌজন্য- যুগান্তর।।
Leave a Reply