সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :

সুনামগঞ্জ – ৩ দীর্ঘ দিন পর দলীয় প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

সুনামগঞ্জ – ৩ দীর্ঘ দিন পর দলীয় প্রার্থী পেয়ে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা

বিশেষ প্রতিনিধি: ভিআইপি আসন হিসাবে পরিচিত জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ – ৩ নির্বাচনী আসনে দীর্ঘ প্রায় আড়াই যুগ পর দলীয় প্রার্থী হিসাবে তৃনমূল থেকে উঠে আসা তরুন নেতা কয়ছর এম আহমদ কে দলীয় প্রার্থী হিসাবে মনোনীত করায় দুই উপজেলার নেতাকর্মী দের মধ্যে আনন্দ -উচ্ছ্বাস বিরাজ করছে। এ আসনটি ভিআইপি আসন হিসাবে পরিচিত এ আসন থেকে বিগত ১৯৮৬ সনে জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী হিসাবে আওয়ামীলীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুস সামাদ আজাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন সাবেক পররাষ্ট্রমন্ত্রী পরবর্তীতে স্পীকার হূমায়ূন রশীদ চৌধুরী, পরে এ আসন থেকে নির্বাচিত হন সাবেক অর্থপ্রতিমন্ত্রি ফারুক রশীদ চৌধুরী। ৯১,৯৬ ও ২০০১ পর পর তিনবার নির্বাচিত হন সাবেক পররাষ্ট্র মন্ত্রী আওয়ামীলীগ নেতা আব্দুস সামাদ আজাদ। এদিকে সর্বশেষ ১৯৯৬ইং সনের ফেব্রুয়ারি মাসের  জাতীয় সংসদ নির্বাচনে  বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রবীন নেতা গুলজার আহমদ। এর আগে ১৯৭৯ সনে বিএনপি থেকে দেওয়ান সামসুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৫ ইং সনে উপ-নির্বাচনে ৪ দলীয় জোট থেকে এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী নির্বাচিত হয়েছিলেন। প্রায় ৩০ বছর পর দলীয়  প্রার্থী দিলো বিএনপি। তৃনমূল থেকে উঠে আসা জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের  সাবেক সভাপতি  ও যুক্তরাজ্য বিএনপির তিন বারের সফল সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে বিএনপি মনোনয়ন দিয়েছে।এবারের নির্বাচন বিএনপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রার্থিতার বিষয়ে দলীয় ত্যাগ, মাঠ পর্যায়ে জরিপ, গোয়েন্দা তথ্যসহ বিভিন্ন দিক বিবেচনায় নিয়েই এবার সাড়া দেশে তুলনামূলক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। আন্দোলন -সংগ্রামে কয়ছর আহমদের ত্যাগ ও গুরুত্বপূর্ন  ভূমিকার জন্য দল তাকে এ ভিআইপি আসনে মনোনীত করেছেন। অন্যদিকে

জেল জুলুম নির্যাতনের কারনে ২০০৮ ইং সনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বপরিবারে যুক্তরাজ্যে চলে যান। দীর্ঘ প্রায় ১৭ বছর তিনি বিদেশ থেকে গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করছেন। মায়ের অসুস্থতার কারনে অনেক দিন ধরে দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।  বিগত সময়গুলোতে বিএনপি যুক্তরাজ্য থেকে আন্দোলন সংগ্রামের রূপরেখা পরিচালিত হয়ে আসছে। আন্তর্জাতিক সমর্থন আদায়সহ বিএনপির আন্দোলনের অন্যতম স্থান ছিলো যুক্তরাজ্য। সেখানকার আন্দোলনের ঢেউ বাংলদেশ সহ বর্হিবিশ্বে জানান দিয়েছিল।কাজেই যুক্তরাজ্যে কয়ছর এম আহমদ ও এম এ মালেকরা ছিলো অতন্দ্র প্রহরী। সকল আন্দোলন সংগ্রামে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অত্যান্ত বিশ্বস্হ ছিলেন তারা। দলের কঠিন সময়ে যুক্তরাজ্যে বিএনপিকে নেতৃত্ব দেয়া মানুষগুলোকে মূল্যায়ন করেছেন  দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দলের মনোয়ন পেয়ে এক প্রতিক্রিয়ায় মহান আল্লাহ পাকের শোকরিয়া জানিয়ে কয়ছর এম আহমদ মনোয়ন দেওয়ার জন্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান,আমি জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞ উপজেলা বাসীর উন্নয়নে কাজ করতে চাই। এ ব্যাপারে সকলের দুয়া ও সমর্থন প্রত্যাশা করছি।উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা ছাদ মাষ্টার বলেন, দীর্ঘ প্রায় ৩০ বছর পর আমরা দলীয় প্রার্থী পেয়ে আনন্দের সাথে গনসংযোগ শুরু করেছি। ইনশাআল্লাহ বিপুল ভোটে ধানের শীষের বিজয় হবে।এ আসনে অন্য দল গুলোর প্রার্থী হিসাবে যারা গন সংযোগ করছেন তারা হলেন, জামায়াতে ইসলামীর এডভোকেট ইয়াছিন খান, খেলাফত মজলিশ নেতা সাবেক এমপি এডভোকেট শাহিনূর পাশা, জমিয়ত নেতা সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র  মেজর (অব:) সৈয়দ  আশফাক আহমদ, ব্যারিস্টার আনোয়ার হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com