নিজস্বপ্রতিবেদক: গতকাল (২৪.১১.২৫) সোমবার অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী ঐদিন রাত ১১ টা থেকে ১২:৩০ পর্যন্ত জগন্নাথপুর পৌরসভার কেশবপুর বাজার, হাসপাতাল পয়েন্ট, ভবের বাজার ও উপজেলা পরিষদ এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি মোঃ মহসিন উদ্দিন। এসময় সংগীয় পুলিশ ফোর্স নিয়ে উপস্হিত ছিলেন নবাগত ওসি তদন্ত হাফিজুর রহমান।ভবের বাজার এলাকায় অনলাইনে জুয়া খেলার অপরাধে শান্তিগন্জ্ঞের সেনাত পুর গ্রামের গৌলছ মিয়ার পুত্র আলমগীর মিয়া (২৫)কে The Public Gambling Act, 1867 এর আওতায় ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ সংলগ্ন রাস্তায় গাঁজা সেবনের সরঞ্জাম ও গাঁজাসহ আটক পৌরসভার ইকড়ছই এলাকার আতাউর রহমানের পুত্র শাহরিয়ান (২১) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর আওতায় ০২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১,০০০/- অর্থদন্ড অনাদায়ে আরো ০৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। গ্রেফতার কৃতদের নিকট থেকে জুয়া খেলার মোবাইল, ১ পুরিয়া গাজাঁ ও গাজাঁ কাটার কেচি উদ্ধার করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্যাহ জানান, মাদক এবং অনলাইন জুয়ার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply