অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মাত্র ২ কিলোমিটার দূরে অবস্থিত হলেও তারা ঘটনাস্থলে পৌঁছায়নি। জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন চরম উদাসীনতা ও দ্বায়িত্বহীনতায় স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।এলাকাবাসীর অভিযোগ, জগন্নাথপুর ফায়ার সার্ভিসের এমন উদাসীনতা নতুন নয়। এর আগেও উপজেলার বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও তাদের বিরুদ্ধে দেরিতে পৌঁছানো বা পৌঁছাতে না পারার অভিযোগ উঠেছে। কখনও গাড়ি নষ্ট, আবার কখনও সড়ক সংস্কারের অজুহাত দেখিয়ে তারা দায়িত্ব পালনে গড়িমসি করছে। স্থানীয় এলাকাবাসী বলছেন, তাদের চরম দায়িত্বহীনতার কারণে বারংবারই বিপুল ক্ষয়ক্ষতি হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া এ বিষয়ে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং উপজেলা প্রশাসন ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করছেন।
যোগাযোগ করা হলে জগন্নাথপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মুর্শেদ আলম অভিযোগের বিষয়ে বলেন, “আমাদের ভবন থেকে আমরা অগ্নিকাণ্ড দেখতে পাই।কিন্তু জগন্নাথপুর পৌরপয়েন্টে নির্মাণাধীন আর্চ সেতুর কাজ শেষ না হওয়ার কারণে আমরা যেতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সিলেটের বিশ্বনাথ ইউনিটকে জানাই।
Leave a Reply