নিজস্বপ্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ ( জগন্নাথপুর ও শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন দাখিলের শেষ দিন সোমবার ব্যাপক উৎসাহ ও উৎসব মুখোর পরিবেশে মনোয়ন পত্র দাখিল করা হয়। এদিন চারজন সংসদ সদস্য পদপ্রার্থী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগের দিন রোববার আরও দুজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। প্রার্থীরা জগন্নাথপুর ও শান্তিগঞ্জ দুই উপজেলায় তাদের মনোনয়ন পত্রের কাগজ জমা দেন।সোমবার মনোনয়ন দাখিলের শেষ দিনে মনোনয়ন দাখিল করেন , বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ,বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী ও আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম। এছাড়া রোববার এ আসনে মনোনয়ন দাখিল করেছেন খেলাফত মজলিসের দলীয় প্রার্থী শেখ মুসতাক আহমদ ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেন।সরেজমিনে দেখা গেছে, প্রচন্ড শৈত্য প্রবাহ উপেক্ষা করে সকাল থেকে জগন্নাথপুর উপজেলা প্রশাসন চত্বরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হন। দুপুর দুইটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সৈয়দ তালহা আলম শোডাউনের মাধ্যমে নারী-পুরুষ সমর্থকের নিয়ে উপজেলা পরিষদে আসেন এবং মনোনয়ন প্রত্র দাখিল করেন।বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধূরী নিজ দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন চত্বরে আসেন পরে কয়েকজন নেতাকর্মীদের নিয়ে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন প্রত্র দাখিল করেন। বিকেল সাড়ে চারটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যডভোকেট ইয়াসীন খান দলীয় নেতাকর্মীদের নিয়ে এসে মনোনয়ন প্রত্র দাখিল করেন। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ উপজেলা পরিষদে আসেন সেখানে দলীয় নেতাকর্মীরা অপেক্ষায় ছিলেন। নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তিনি দলের জ্যেষ্ট কয়েক নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে মনোনয়ন প্রত্র দাখিল করেন।
Leave a Reply