নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সুনামগঞ্জ ৩ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন বাংলদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোর্নীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সহকারী রিটার্নিং কর্মকর্তা বরকত উল্লাহর কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। এসময় উপজেলা বিএনপির আহ্ববায়ক আবু হোরায়রা ছাদ মাষ্টার, সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এমএ মতিন ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা উপস্থিত ছিলেন। এর আগে তিনি দুপুরে শান্তিগঞ্জে আরেকটি মনোনয়নপত্র দাখিল করেন।মনোনয়ন দাখিল করে কয়ছর এম আহমেদ বলেন, দীর্ঘদিন পর উৎসব মুখর পরিবেশে দেশের মানুষ নির্বাচনের পরিবেশ ফিরে পেয়েছেন। বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম ত্যাগ স্বীকার করেছে। আমি তৃনমুলের একজন শহীদ জিয়ার সৈনিক হিসেবে ছাত্রদলের মাধ্যমে জাতীয়তাবাদী দলের রাজনীতিতে সম্পৃক্ত হই। আমাকে দলীয় মনোনয়ন দেয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি আগামীর সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিয়ে আমাকে আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমি নির্বাচিত হলে জগন্নাথপুর ও শান্তিগন্জ্ঞের উন্নয়নে আন্তরিক ভাবে কাজ করবো ইনশাআল্লাহ।
Leave a Reply