শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

সুনামগঞ্জে নবনির্মিত সেতু ধ্বস: জনগণকে আতংকিত না হওয়ার আহবান সচিব নজরুল ইসলামের

সুনামগঞ্জে নবনির্মিত সেতু ধ্বস: জনগণকে আতংকিত না হওয়ার আহবান সচিব নজরুল ইসলামের

সানোয়ার হাসান সুনু ::  সুনামগঞ্জ – জগন্নাথপুর- রানীগঞ্জ-আউশকান্দি- আঞ্চলিক মহাসড়কের ধ্বসে যাওয়া কুন্দানালা সেতু পরিদর্শন কালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের  সচিব নজরুল ইসলাম জনগণকে আতংকিত না হওয়ার আহবান জানিয়ে বলেছেন দুটি তদন্ত কমিটির রিপোর্ট পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্হা নেব।    শুক্রবার  তিনি প্রথমে সুনামগঞ্জের ধসে যাওয়া কোন্দানালা সেতু পরিদর্শন ও পরে কুশিয়ার নদীর উপর  রানীগঞ্জ সেতু পরিদর্শন করেন।    এসময় অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, তত্বাবধায়ক প্রকৌশলী উৎফল সামন্ত সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় তিনি  ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন শ্রমিক,সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক  বিভাগের  সচিব নজরুল ইসলাম গনমাধ্যম  কে জানান,  আঞ্চলিক এ মহাসড়কের কুন্দানালা সেতুটির গার্ডার ধসের ঘটনার পর পর  দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে বিস্তারিত বলা যাবে।তিনি বলেন, সেতু ধসে পড়ার ঘটনা খুবই  দুঃখ জনক।  গার্ডার বসানোর সময় দূর্ঘটনা ঘটতে পারে তবে তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা সম্ভব না।  তিনি এ নিয়ে জনসাধারণ কে আতঙ্কিত না হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, সেতুগুলোর কাজের মান নিশ্চিতে আরো তদারকি বাড়ানো হবে।

উল্লেখ্য,সুনামগঞ্জের  পাগলা- জগন্নাথপুর- আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাগলা  পয়েন্ট থেকে জগন্নাথপুর  উপজেলার রানীগঞ্জ পর্যন্ত  সাতটি পিসি গার্ডার সেতু ও একটি বক্স গার্ডার সেতুর কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স সেতুগুলোর কাজ বাস্তবায়ন করছে। গত রোববার বিকেল হঠাৎ করে কোন্দানালা সেতুর গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাকের(ক্রেন) পাইপ ফেটে একটি গার্ডার আরেকটির ওপর পড়ে গিয়ে সেতুর ৫ টি গার্ডার ধসে পড়ে।  এরপর থেকে এলাকাবাসী নিম্নমানের কাজের কারণে সেতু ধসে পড়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন। সেতু ধসের ঘটনা তদন্তে দুটি  কমিটি গঠন করা হয়েছে। একটি সড়ক ও সেতু  মন্ত্রনালয় থেকে আর অপরটি সড়ক ও জনপথ অধিদপ্তরের পক্ষ থেকে। সড়ক ও সেতু  মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটিতে  অতিরিক্ত সচিব জাকির হোসেন কে প্রধান করা হয়।

অপরদিকে সড়ক ও জনপথ অধিদপ্তরের সেতু ও ডিজাইন বিভাগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।  অতিরিক্ত প্রধান প্রকৌশলী  শিশির কুমার রাও কে প্রধান

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com