জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতিপুর গ্রামে দুই পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এক সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৭জনকে সিলেট এম এ জি ওসমনি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, রমাপতিপুর গ্রামের কাজল মিয়া ও একই এলাকার আছকির আলী পক্ষের লোকজনের মধ্যে গ্রামীন রাস্তা নিয়ে দির্ঘ দিন ধরে পূর্ব বিরোধ চলছিল।শুক্রবার দুইপক্ষের দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। যার জের ধরে স্থানীয় গ্রামের মসজিদের বাউন্ডারির ভেতরে জুম্মা নামাজ চলাকালে কাজল মিয়া ও আছকির মিয়ার পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরতর আহত হুমায়ুন কবির (২৮), মজুন মিয়া (২৬), ওয়াহিদুর মিয়া (২৬), রানু খান (৬০), বাবুল মিয়া (৪৫), ঝুনু মিয়া (৩৫) ও মানিক খান (৫০)কে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। অন্য আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
জগন্নাথপুর থানার সাবইন্সপেক্টর রফিকুল ইসলাম বলেন, পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন শান্ত। তিনি জানালেন, এ সংঘর্ষের ঘটনার পূর্বে সাস্প্রতিককালে উভয়পক্ষের মধ্যে আরেকটি মারামারির ঘটনা ঘটেছিল।
Leave a Reply