শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

জগন্নাথপুরে নদী খননের নামে লুটপাট -বানিজ্য!

জগন্নাথপুরে নদী খননের নামে লুটপাট -বানিজ্য!

নিজস্ব প্রতিবেদক : – সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলজুর নদী খনন নিয়ে চলছে তুঘলকি কারবার। দায়সারাভাবে নদী খনন করে এলাকাবাসী কে ভূগান্তিতে ফেলে দেওয়া হয়েছে।  নদী খননের নামে সরকারী বরাদ্দকৃত ৫কোটি ৫৬লাখ টাকার লুটপাটের মহোৎসব চলছে।   অন্য দিকে পৌরশহরের বিভিন্ন অংশে নদী খনন  না করে নদী পাড়ের ব্যবসায়ীদের নিকট থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে ঠিকাদার ও তাদের স্হানীয়  দালালরা। শহরের নদী পাড়ের শত শত দোকান থেকে লাখ লাখ টাকা হাতিয়ে  নেয় ওই চক্র।   ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবোর বিরুদ্ধে অপরিকল্পিতভাবে নদী খনন করে নদী কে খালে রুপান্তরিত করার মাধ্যমে বরাদ্দকৃত অর্থ লুটপাট করা হচ্ছে। এছাড়াও নকশা অনুযায়ী নদী খনন না করে নদীরপাড়ে অবৈধ দখলদারদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা। সম্প্রতি জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্ভেয়ার নদীর সীমানা চিহ্নিত করে দিলেও পাউবো ও ঠিকাদারি প্রতিষ্ঠান সীমানা অনুযায়ী নদী খননের কাজ করছে না। অভিযোগ উঠেছে নদীর পাড়ে দখলদার  ব্যবসায়ীরা মোটা অংকের লেনদেনের মাধ্যমে অবৈধ দখল বহাল রাখেন। এমন কি নদী খননের মাটি দিয়ে অবৈধ দখলদারদের দোকান কোটার পিছনের দিকে আরও মাটি ভরাট করে দেওয়ার ফলে দোকানদাররা নদীর দিকে ১০ থেকে ১৫ ফুট করে দখল বৃদ্ধি করছে।   এতে নদীটির শ্রেণী পরিবর্তনন করে  একে বারে সরু করে ফেলা হচ্ছে ।
নদী খননের নামে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশন টেক কমিউনিকেশন ঢাকা ও পাউবোর কর্মকর্তারা জনসাধারণের স্বার্থ বিসর্জন দিয়ে নিজেদের পকেট ভারী করতে ফ্রি ষ্টাইল লুটপাটের মহোৎসবে মেতে উঠেছেন। উপজেলার বাদাউড়া থেকে এরালিয়া বাজার পর্যন্ত ৫ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দের এত বড় প্রকল্পের কাজ চলমান থাকলেও পাউবোর উর্ধত্বন কোন কর্মকর্তাকে কাজ পরিদর্শন করতে দেখা যায়নি। বিষয়টি এলাকাবাসীরর কাছে রহস্যজনক বলে মনে হচ্ছে ।
এ দিকে নামমাত্র নদী খনন করা হলেও নদী খননের মাটিগুলো নদীতে স্তুপ আকারে রাখা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান মাটি সরানোর কোন উদ্যোগ নিচ্ছে না। বৃষ্টির ফলে  মাটিগুলো আবার নদীতে মিশে যাচ্ছে । এছাড়াও নদী খননের মাটি বিক্রি করে ঠিকাদারি প্রতিষ্ঠান ও পাউবোর লোকজন লাখ লাখ টাকাও হাতিয়ে নিচ্ছে। এসব অনিয়মে সম্পৃক্ত আছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠকর্মী  খায়রুল ইসলাম ও প্রকৌশলী কামরুজ্জামান সহ স্হানীয় কিছু সুযোগসন্ধানী দালাল। স্হানীয় পাউবো কর্মকর্তা হাসানগাজীর বিরুধ্বে ও রয়েছে নানা অভিযোগ ।
এ ব্যাপার জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মেহেদী হাসানের সাথে আলাপ হলে তিনি যুগান্তর  কে বলেন,  ঠিকাদার দের অনিয়ম ও দূর্নীতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে জানিয়েছি। এদের বিরুধ্বে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।  নদী খননের নামে লুটপাট প্রসঙ্গে জানতে চাইলে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রকৌশলী কামরুজ্জামান খান বলেন, আমরা প্রাক্কলন অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি। কিছু কিছু এলাকায় প্রাক্কলন অনুযায়ী কাজ করতে প্রতিবন্ধকতা রয়েছে। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কে আমরা লিখিত জানিয়েছি।
পানি উন্নয়ন বোর্ডের জগন্নাথপুরের দ্বায়িত প্রাপ্ত এসও হাসান গাজী বলেন, বিষয়টি আমি উর্ধত্বন কর্তৃপক্ষ কে জানিয়েছি।
বুধবার জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান  যুগান্তর কে বলেন, নদী খননের নামে যে লুটপাট ও দূর্নিতী চলছে তা মেনে নেওয়া যায়না। বিষয়টি আমি সম্প্রতি জেলা সমন্বয় সভায় উত্তাপন করেছি। লুটেরা দের বিরুধ্বে আইনগত ব্যবস্থা নেওয়া উচিৎ ।
উল্লেখ্য, প্রায় ২৫ কিলোমিটার দৈর্ঘ্যের ঐতিহ্য বাহী নলজুর নদীটি দক্ষিণে কুশিয়ারা ও উওরে সুরমা নদীর সাথে সংযুক্ত। ২২০ থেকে ৩০০ ফুট প্রসস্হ এ বৃহৎ নদীটি ২৫ থেকে ৩০ ফুট দায়সারা খননের মাধ্যমে নদীটির শ্রেণী পরিবর্তন করে একেবারে সরু করে ফেলা হয়েছে।
গত ১৮ জানুয়ারি নদীর খনন কাজ শুরু হয় আগামী জুন মাসে শেষ হওয়ায়র কথা থাকলে ও রহস্যজনক কারনে  বর্তমানে খননকাজবন্ধ রয়েছে।  ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কে এখন আর কাজ করতে দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com