স্টাফ রিপোর্টার : অবিশ্বাস্য হলেও সত্য সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের ঐতিহ্যবাহী সরকারী গালর্স হাই স্কুলে শিক্ষক না থাকায় বর্তমানে ছাত্রীদের ক্লাসের পাঠদান বন্ধ হয়ে পড়েছে। স্কুলেটিতে ৩৫০ জন শিক্ষার্থী থাকলে ও শিক্ষক রয়েছেন মাত্র ১ জন তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নাইট গার্ডের দায়িত্ব ও পালন করছেন। বর্তমানে স্কুলের দৈন্যদশা করুন আকার ধারন করেছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় আজ প্রায় ১ মাস যাবৎ ক্লাসের পাঠদান বন্ধ রয়েছে । ফলে ছাত্রীদের শিক্ষা জীবন হুমকির মুখে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকতাদের সাখে একাধিকবার আলাপ করলেও কোন ফল পাওয়া যায় নি।
কর্তৃপক্ষের নীরব ভূমিকা শিক্ষার্থী ও অভিবাবকদের মধ্য ক্ষোভের সৃষ্টি করেছে। স্কুলটিতে দীর্ঘ এক যুগ ধরেই শিক্ষক সংকট লেগেই আছে।
গত মাসে সহকারী শিক্ষক সালাহ উদ্দিন ও মোবারক হোসেন ঢাকাতে ১ বছরের ট্রেনিয়ে চলে গেলে এক মাত্র শিক্ষক জয়ন্ত শেখর রায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়ন্ত শেখর রায় বলেন, বিদ্যালয় টির অবস্হা খুবই করুন। শিক্ষক না থাকায় ছাত্র-ছাত্রীদের পাঠদান করা যাচ্ছে না। বিষয়টি উধর্ত্বন কর্মকতাদের জানালেও কোন ফল পাওয়া যাচ্ছেনা।
জগন্নাথপুর সরকারী গালর্স হাইস্কুলের অভিভাবক কমিটির সভাপতি মোঃ সানোয়ার হাসান সুনু বলেন, এ ব্যাপারে আমরা উধ্বর্তন কর্তৃপক্ষের সাথে একাধিক বার যোগাযোগ করলেও এখন পর্যন্ত শিক্ষক দেওয়া হয়নি। স্হানীয় এমপি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানের সাথে আলাপ করলে তিনি বিষয়টি দেখবেন বলে জানান। এ ব্যাপারে আলাপ হয় মাধ্যমিক শিক্ষা অধিদফতর সিলেট বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর কবির আহমদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, নতুন ২ হাজার শিক্ষক নিয়োগ প্রক্রিয়াদিন রয়েছে এই শিক্ষকরা নিয়োগ ফেলে ওই স্কুলটিতে প্রয়োজনীয় শিক্ষকের পোষ্টিং দেওয়া হবে।
এদিকে, মঙ্গল বার উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ সাজেদুল ইসলামের সাথে এ বিষয়ে আলাপ হলে তিনি জানান, আমি লিখিত আকারে এ বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাব।
Leave a Reply