শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সেমিনারে তারেক রহমান; আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রীও স্বেচ্ছাচারী হতে পারবে না জগন্নাথপুরে কিশোর হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেপ্তার ২ ৩য় বারের মতো জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত হলেন মাওলানা লুৎফুর রহমান জগন্নাথপুরে মসজিদ কমিটি কে কেন্দ্র করে দুই পক্ষের সংর্ঘষে বৃদ্ধ নিহত, আহত ৩৫ যুক্তরাজ্য বিএনপি নেতা হুমায়ুন কবির ও এম এ ছাত্তার এর স্বদেশ আগমন সিলেটে মুনতাহা হ ত্যা কা ণ্ড : চাঞ্চল্যকর তথ্য দিল পুলিশ জগন্নাথপুর প্রেসক্লাবে  দ্বিতীয় ধাপে প্রাথমিক সদস্যপদ প্রদান জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি -২৪ সম্পন্ন জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে জনশক্তি সমাবেশ

আশ্রয় কেন্দ্রে খাবারের জন্য হাহাকার জগন্নাথপুরে বন্যার পানিতে ভাসছে লাশ!

আশ্রয় কেন্দ্রে খাবারের জন্য হাহাকার জগন্নাথপুরে বন্যার পানিতে ভাসছে লাশ!

সানোয়ার হাসান সুনু ::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যার পানিতে লাশ ভাসছে। পৌরএলাকার ইকড়ছই বৈইঠাখালী নামক স্থানে সাদা কাফনে মোড়ানো মৃত ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখা গেছে। অন্য দিকে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবারের জন্য হাহাকার চলছে। মানুষের জীবন যাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

স্থানীয় এলাকাবাসী জানান, রোববার থেকে সাদা কাফন পরিহিত মরদেহটি বন্যার পানিতে ভাসছে। গত ৮দিন ধরে জগন্নাথপুরে ভয়াবহ বন্যা পরিস্হিতি বিরাজ করছে। মানুষের বাড়ী- ঘর রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে ।

চারিদিকে পানি থৈ থৈ করছে। ধারনা করা হচ্ছে, কবর দেওয়ার স্থান না পেয়ে হয়তো লাশের আত্মিয় স্বজনরা লাশ পানিতে ভাসিয়ে দিয়েছেন ।তবে লাশের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত রোববার থেকে লাশটি ভাসতে দেখা গেছে।এখনও ভাসছে। দাফনের কোনো জায়গা না পেয়ে হয়তো পানিতে ভাসিয়ে দেয়া হয়েছে।
সাদা কাফন দিয়ে লাশটি পেছানো রয়েছে। জগন্নাথপুরসহ সিলেটজুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি বিরাজ করছে। ধারনা করা হচ্ছে, কবর দেয়ার মাটি না পেয়ে লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে।
গত শুক্রবার থেকে জগন্নাথপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। উপজেলার ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। হাজার হাজার মানুষ ঘরবাড়ী ছেড়ে আশ্রয় কেন্দ্র গুলোতে ঠাঁই নিয়েছেন। খাবারের জন্য বন্যাদুর্গত মানুষের মধ্যে হাহাকার চলছে।
৮দিন ধরে বিদ্যু নেই। ইন্টারনেট না থাকায় স্বাভাবিক যোগাযোগ ব্যবস্হায় ধ্বস নেমেছে। অন্য দিকে চুরি ডাকাতীর ঘটনা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতংক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com